shono
Advertisement
Surat-Kolkata flight

বিমানের শৌচালয়ে সুখটান! আধপোড়া বিড়ি-সহ গ্রেপ্তার নদিয়ার যুবক

নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বিড়ি, দেশলাই-সহ কীভাবে বিমানে?
Published By: Amit Kumar DasPosted: 05:47 PM Mar 29, 2025Updated: 06:22 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে ওঠার পরই চাগাড় দিয়েছিল বিড়ির নেশা। ফলে যাত্রা শুরু হওয়ার আগেই বিমানের শৌচালয়ে ঢুকে সুখটান দেন নদিয়ার যুবক। বিমানের মধ্যে হঠাৎ বিড়ির গন্ধ নাকে আসতেই বিমানকর্মীদের তৎপরতায় গ্রেপ্তার করা হল অশোক বিশ্বাস নামে ওই যাত্রীকে। পাশাপাশি শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে অশোকের আধপোড়া বিড়ি ও একটি দেশলাই বাক্স। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে সুরাট বিমানবন্দরে।

Advertisement

বিমানবন্দরের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সুরাট থেকে জয়পুর হয়ে কলকাতাগামী বিমানে উঠেছিলেন অশোক। বিমান ছাড়ার নির্ধারিত সময় ছিল ৪টে ৩৫ মিনিট। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান ছাড়তে দেরি হয়। বিমান ছাড়তে দেরি হচ্ছে দেখে শৌচালয়ে ঢোকেন নদিয়ার ওই যুবক। ের কিছুক্ষণ পর বিড়ির গন্ধে ভরে ওঠে বিমান। বিমানকর্মীরা তৎক্ষণাৎ বিষয়টি পাইলটকে জানান। খবর যায়, নিরাপত্তারক্ষীদের কাছে। এর পর শৌচালয়ের মধ্যে আধপোড়া বিড়ি ও দেশলাই-সহ গ্রেপ্তার করা হয় বাংলার ওই যুবককে।

জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা অশোক কর্মসূত্রে গত ১৫ বছর ধরে গুজরাটের নভসরির বাসিন্দা। সেখানে এক ওষুধের দোকানে কাজ করেন তিনি। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি ফিরছিলেন তিনি। কলকাতাগামী বিমান ধরতে উপস্থিত হন সুরাট বিমানবন্দরে। অভিযোগ, সেই সময়েই ব্যাগের মধ্যে করে বিড়ি ও দেশলাই নিয়ে আসেন অশোক। তবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে বিড়ি, দেশলাই-সহ তিনি বিমানে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রী নিরাপত্তা লঙ্ঘন ও যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমানে ওঠার পরই চাগাড় দিয়েছিল বিড়ির নেশা।
  • যাত্রা শুরু হওয়ার আগেই বিমানের শৌচালয়ে ঢুকে সুখটান দেন নদিয়ার যুবক।
  • বিমানকর্মীদের তৎপরতায় গ্রেপ্তার করা হল অশোক বিশ্বাস নামে ওই যাত্রীকে।
Advertisement