shono
Advertisement
Narayana Murthy’s grandson

মাত্র ১৭ মাস বয়সেই কোটিপতি! এক অর্থবর্ষে কত টাকার মালিক নারায়ণ মূর্তির নাতি?

২০২৩ সালের নভেম্বরে জন্ম হয় একাগ্রর।
Published By: Monishankar ChoudhuryPosted: 03:33 PM Apr 18, 2025Updated: 03:33 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চে শেষ হয়েছে ২০২৫ সালের আর্থিক বছর। আর্থিক বছর শেষ হতেই ভারতের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসাবে উঠে এসেছে একাগ্র রোহন মূর্তির নাম। মাত্র ১৭ মাস বয়সে কোটি টাকার মালিক হতে চলেছে সে। একাগ্র রোহন মূর্তি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং রাজ্যসভার সাংসদ সুধা মূর্তির নাতি।

Advertisement

২০২৩ সালের নভেম্বর মাসে বেঙ্গালুরুতে রোহন মূর্তি এবং অপর্ণা কৃষ্ণনের পুত্র একাগ্র জন্মগ্রহণ করে। একাগ্র বর্তমানে ইমফেসিসের ১৫ লাখ শেয়ারের মালিক। যা ওই আইটি কোম্পানির ০.০৪ শতাংশ মালিকানা। ২০২৪ সালের মার্চ মাসে এই শেয়ার তাকে উপহার হিসাবে দিয়েছিলেন তার দাদু নারায়ণ মূর্তি। সেসময় এই শেয়ারগুলির বাজার মূল্য ছিল ২৪০ কোটি টাকা।

১৭ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ইমফোসিস তাদের শেয়ার প্রতি ২২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। সেই হিসাবে একাগ্রর ১৫ লাখ শেয়ারের লভ্যাংশ হচ্ছে ৩.৩ কোটি টাকা। অন্যদিকে অর্থবর্ষের নিরিখে তার শেয়ারের লভ্যাংশের পরিমাণ দাঁড়াচ্ছে ১০.৬৫ কোটি টাকা। তবে বছরের শুরুতেই সে ৭.৩৫ কোটি টাকা পেয়েছিল কোম্পানির তরফ থেকে। সে সময় প্রত্যেক শেয়ারের মূল্য ছিল ৪৯ টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রতের সবচেয়ে কম বয়সি কোটিপতি হিসাবে উঠে এসছে একাগ্র রোহণ মূর্তির নাম।
  • একাগ্র বর্তমানে ইমফেসিসের ১৫ লাখ শেয়ারের মালিক। যা ওই আইটি কোম্পানির ০.০৪ শতাংশ মালিকানা।
  • ২০২৪ সালের মার্চ মাসে এই শেয়ার তাকে উপহার হিসাবে দিয়েছিলেন তার দাদু নারায়ণ মূর্তি।
Advertisement