shono
Advertisement

Breaking News

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াল কেন্দ্র, বাদ পিপিএফ

নতুন সুদের হার ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে।
Posted: 10:45 AM Dec 30, 2023Updated: 10:45 AM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারও ক্ষুদ্র সঞ্চয়ে সুদ বৃদ্ধিতে হাত খুলল না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুধুমাত্র সুকন‌্যা সমৃদ্ধি যোজনায় ২০ বেসিস পয়েন্ট ও পোস্ট অফিসের তিন বছরের স্থায়ী আমানতে (এফডি) সুদের হার ১০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলেও জনপ্রিয় পিপিএফ-সহ কিষান বিকাশ পত্রের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। পিপিএফ-এর সুদের হার শেষবার ২০২০-র এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছিল। তারপর থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত রয়েছে। এই ত্রৈমাসিকে পিপিএফ-এর সুদের হার বাড়তে পারে বলে অনেকেরই প্রত‌্যাশা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। নতুন সুদের হার ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে।

Advertisement

[আরও পড়ুন: জোট জটের মাঝেই ভারত ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানাচ্ছে কংগ্রেস]

শুক্রবার চ্লতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ, ২০২৪) সুদের হার ঘোষণা করেছে অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতর। তিন বছরের স্থায়ী আমানতের সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। এছাড়া, সুকন‌্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়েছে। বিভিন্ন মেয়াদের পোস্ট অফিস জমা প্রকল্পের সুদের হারে এর কোনও পরিবর্তন হয়নি। এদিন প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক বছরের মেয়াদি জমায় সুদের হার ৬.৯ শতাংশ, দুই বছরের মেয়াদি জমায় সুদের হার ৭ শতাংশ অপরিবর্তিত থাকছে। তাছাড়া সেভিংস অ‌্যাকাউন্ট (৪.০ শতাংশ), ৫ বছরের মেয়াদি জমা (৭.৫ শতাংশ), ৫ বছরের রেকারিং ডিপোজিট (৬.৭ শতাংশ) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (৮.২ শতাংশ), মাসিক আয় প্রকল্প (৭.৪ শতাংশ), ন‌্যাশনাল সেভিংস সার্টিফিকেট (৭.৭ শতাংশ), কিষান বিকাশ পত্র (৭.৫ শতাংশ) সুদের হার আগের ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত থাকছে।

[আরও পড়ুন: মমতাকে না ‘চটানো’র বার্তা সোনিয়ার, প্রদেশকে ইতিবাচক আলোচনার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement