shono
Advertisement
CBSE Board Exams

CBSE দশম-দ্বাদশের সূচিতে পরিবর্তন! পিছোল কোন কোন বিষয়ের পরীক্ষা?

২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও।
Published By: Biswadip DeyPosted: 05:24 PM Dec 30, 2025Updated: 06:57 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন। পিছিয়ে গেল ৩ মার্চের পরীক্ষা। তবে বাকি পরীক্ষাগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই বলেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, পরিবর্তিত সূচিতে দশম শ্রেণির যে যে পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ মার্চ, তা হবে ১১ মার্চ। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ৩ মার্চের পরীক্ষা পিছিয়ে যাবে একমাসেরও বেশি সময়। ওই পরীক্ষা হবে ১০ এপ্রিল। সিবিএসই-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনও তারিখের পরীক্ষার দিন কিন্তু বদলাচ্ছে না।

উল্লেখ্য, দশম শ্রেণির বেশ কিছু ভাষা ও ঐচ্ছিক পত্রের তারিখ রয়েছে ৩ মার্চ। বিষয়গুলি হল তিব্বতি, জার্মান, এনসিসি, ভোটি, বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্পেনীয়, কাশ্মীরি, মিজো, বাহসা মেলায়ু, বুক কিপিং ও হিসেবশাস্ত্র।

বলে রাখা ভালো, ২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা আয়োজিত হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হলেও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১৫ মে থেকে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট থাকবে না, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবে। অধিকাংশ পরীক্ষাই শুরু হবে সাড়ে দশটায়। শেষ হবে একটা তিরিশে। কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

২০২৬ সালে সিবিএসই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে:
সংশোধিত তারিখগুলো সাবধানে নোট করুন।
অন্যান্য সমস্ত বিষয়ের জন্য মূল রুটিন অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যান।
তাদের স্কুলের মাধ্যমে নিয়মিত সিবিএসই-এর অফিসিয়াল আপডেটগুলো দেখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন।
  • পিছিয়ে গেল ৩ মার্চের পরীক্ষা।
  • তবে বাকি পরীক্ষাগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই বলেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
Advertisement