shono
Advertisement
Punjab

সোফা থেকে উঠতেই পেট ফুঁড়ে দিল কোমরে গোঁজা বন্দুকের গুলি! পাঞ্জাবে বেঘোরে মৃত্যু যুবকের, প্রকাশ্যে ভিডিও

সোনুর আচমকা মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার।
Published By: Kishore GhoshPosted: 07:52 PM Dec 30, 2025Updated: 07:52 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারে হরি রাখে কে! পাঞ্জাবের ফিরোজপুর জেলায় এক প্রবাসী ভারতীয় হরপিন্দর সিং ওরফে সোনুর মৃত্যুতে এমন কথাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবারের ঘটনা। বৈঠকখানায় সোফায় বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন সোনু। কোমরে গোঁজা ছিল একটি পিস্তল। সোফা থেকে ওঠার সময় কোনও ভাবে ট্রিগারে চাপ পড়ে যায়। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সম্প্রতি ধানি সুচা সিং গ্রামে স্থায়ী বাসিন্দা হওয়া সোনুর। প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিও।

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, আরও কয়েক জন ব্যক্তির সঙ্গে সোফায় বসে আছেন সোনু। তিনি উঠে দাঁড়াতেই গুলির শব্দ হয়। এরপর আর শরীরের ভারসাম্য রাখতে পারেননি সোনু। তাঁর পেট ফুঁড়ে ঢুকে যায় গুলিটি। রক্তাক্ত যুবককে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ভাটিন্ডার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথে মৃত্যু হয় সোনুর।

সদর থানার পুলিশকর্তা জানান, ময়নাতদন্তের পরে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে উপস্থিত সোনুর বাবা দর্শন সিংকে। আইন মতো মামলা রুজু করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে ফিরে বিয়ে করেছিলেন হরপিন্দর সিং ওরফে সোনু। তাঁর দু'বছর বয়সি একটি কন্যাসন্তানও রয়েছে। সোনুর আচমকা মৃত্যুতে পরিবার এবং প্রতিবেশীরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিওতে দেখা গিয়েছে, আরও কয়েক জন ব্যক্তির সঙ্গে সোফায় বসে আছেন সোনু।
  • সদর থানার পুলিশকর্তা জানান, ময়নাতদন্তের পরে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে উপস্থিত সোনুর বাবা দর্শন সিংকে।
Advertisement