সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। অবশেষে পথের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। কিশোরীর মা-বাবার অভিযোগের তির তার বন্ধুদের দিকে। তোলা হয়েছে খুনের চেষ্টার অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। ঘটনা উত্তরপ্রদেশের।
আহত কিশোরীর অভিভাবকদের দাবি, ২৫ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল তার। প্রথমটায় রাজি হয়নি বাড়ির লোক। পরে তারই সহপাঠী এক কিশোর ফোনে অনুরোধ জানায়। কিন্তু অনুমতি মেলেনি। এরপর তার সহপাঠী আরেক কিশোরী ফোন করে একই অনুরোধ করে। অবশেষে তাঁরা রাজি হন।
কিশোরীর মায়ের দাবি, আলমবাগের ফিনিক্স পালাসিও মলে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু জানতে পেরেছেন সেদিন লুলু মলে গিয়েছিল তারা। সেখানে একটি ছেলের সঙ্গে দেখা হয় তাদের। তার সঙ্গেই দুই কিশোরী একটি গাড়িতে ওঠে। অন্য গাড়িতে ওঠে বাকিরা। একথা ফোনে তাঁদের মেয়েই জানিয়েছিল বলে দাবি কিশোরীর অভিভাবকদের। কিন্তু মিনিট দশেক পর থেকে আর ফোনে পাওয়া যায়নি তাকে। পরে একটি ফোনে জানানো হয়, সে আহত হয়েছে দুর্ঘটনায়।
তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রক্তাক্ত কিশোরীকে উদ্ধার করে ভর্তি করিয়েছেন এখানে। এবং তারপর থেকে তিনি আর সেখানে ছিলেন না। কিশোরীর পরিবারের প্রশ্ন, যদি দুর্ঘটনাই হত তাহলে আগে পুলিশ বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হল না কেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই স্থানে সেদিন কোনও দুর্ঘটনা ঘটেনি।
এদিকে কিশোরীর দুই বন্ধু ও বান্ধবীর কোনও সন্ধান মেলেনি সেদিনের পর থেকে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে মামলা রুজু করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ।
