shono
Advertisement

Breaking News

জেলে সিমেন্টের বিছানায় শুয়ে হাঁটুতে ব্যথা সিধুর, ওজন কমানোর পরামর্শ চিকিৎসকের

জেল কর্তৃপক্ষের কাছে নরম বিছানার দাবি কংগ্রেস নেতার।
Posted: 07:33 PM Jul 16, 2022Updated: 09:14 PM Jul 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৪ বছরের পুরনো অনিচ্ছাকৃত খুনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে নভজ্যোৎ সিং সিধুর (Navjot Singh Sidhu)। কংগ্রেস নেতা বর্তমান পাতিয়ালায় জেলেবন্দি জীবন কাটাচ্ছেন। সেখানে অন্য বন্দিদের মতোই সিমান্টের বিছানায় শুয়ে হাঁটুতে ব্যথা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন সিধু। প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস (Congress) নেতার শারীরিক পরীক্ষা করে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন জেলের অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক।

Advertisement

জানা গিয়েছে, পাতিয়ালার জেলের ১০ নম্বর বারাকে রাখা হয়েছে সিধুকে। যেখানে খুনে দোষী সাব্যস্ত আটজনের সঙ্গে থাকতে হচ্ছে তাঁকে। অন্য জেলবন্দিদের মতোই ঘুমোতে হচ্ছে সিমেন্টের তৈরি বিছানায়। সম্প্রতি সিধু জানান, মেঝে থেকে উঠতে অসুবিধা হচ্ছে তাঁর, পায়ে ব্যথা হচ্ছে। এইসঙ্গে তিনি তাঁর জন্য একটি অপেক্ষাকৃত নরম বিছানার আবেদন জানান। এরপরই জেল কর্তৃপক্ষ অস্থি বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে শারীরিক পরীক্ষা করান সিধুর। ওই চিকিৎসক সিধুকে ওজন কমানোর পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসক জেল কর্তৃপক্ষের কাছে সিধুর জন্য বিকল্প নরম বিছানার ব্যবস্থা করতেও বলেন। এরপর সিধুর জন্য হার্ড বোর্ডের একটি বিছানার ব্যবস্থা হয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে ঢলে পড়ছে দেশ’, কেন্দ্রকে তোপ কপিল সিব্বলের]

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গুরনাম সিং নামে এক ব্যক্তির মাথায় আঘাত করেছিলেন সিধু। এরপরই মারা যান গুরনাম। তাতেই সিধুর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। অবশেষে সেই মামলায় সাজা পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় শোনানো হয়। সেই রায়ের পর পাটিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আপাতত পাটিয়ালা জেলের ২৪১৩৮৩ নম্বর কয়েদি সিধু।

[আরও পড়ুন: অমিত শাহের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বাংলার রাজ্যপাল]

এদিকে জানা গিয়েছে, সিধুর সঙ্গে একই বারাকে রয়েছেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি (Daler Mehndi)। ২০০৩ সালের এক মানবপাচার মামলায় জেলের সাজা হয়েছে দালের মেহেন্দির। জামিনের আবেদন করেও লাভ হয়নি। পত্রপাঠ নাকচ করে আদালত। ফলে রাতারাতি গ্রেপ্তার হতে হয় দালের মেহেন্দিকে। সুপারহিট গায়ক এখন পাঞ্জাবের পাতিয়ালা জেলের ওই ১০ নম্বর বারাকেই রয়েছেন। যেখানে রয়েছেন নভজ্যোৎ সিং সিধু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement