shono
Advertisement

অবশেষে ঘোষিত NEET-PG কাউন্সেলিংয়ের দিনক্ষণ, স্বস্তিতে চিকিৎসকরা

রবিবার সূচি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
Posted: 02:37 PM Jan 09, 2022Updated: 04:23 PM Jan 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পূরণ হল চিকিৎসক পড়ুয়াদের দাবি। ঘোষিত হল নিটের স্নাতকোত্তরে (NEET-PG Admission) ভরতির কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর দিনক্ষণ। রবিবার সেই সূচি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

Advertisement

টুইটারে তিনি জানিয়েছেন, “১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিট-পিজি কাউন্সেলিং। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু হবে। রেডিডেন্ট চিকিৎসকদের আগেই আশ্বস্ত করেছিল স্বাস্থ্যমন্ত্রক। এই প্রক্রিয়া করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে আরও মজবুত করবে। চিকিৎসকদের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

 

[আরও পড়ুন: মেলেনি প্রথম মেসেজের রিপ্লাই, ১১ বছর পর সেই ‘স্বপ্নসুন্দরীকে’ই বিয়ে করলেন চিকিৎসক]

২০২০ সালের ডিসেম্বর মাসে নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জন্য সেই পরীক্ষা পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়। তার পরেও কাউন্সেলিং হয়নি। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন দেশের একাধিক হাসপাতালের চিকিৎসকেরা। এইসঙ্গে তৈরি হয়েছিল আইনি জটিলতাও। 

শেষ পর্যন্ত চলতি বছরেই নিট-পিজি (NEET Post Graduate) কাউন্সেলিংয়ের অনুমতি দিল শীর্ষ আদালত। এইসঙ্গে শীর্ষ আদালত জানায়, আপাতত ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকছে ওবিসিদের (OBC) জন্য, আর্থিকভাবে পিছিয়ে পড়াদের (EWS) জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকছে। তবে সংরক্ষণের মানদণ্ডের বিচার পরে হবে বলেও জানানো হয়েছে।

[আরও পড়ুন:Coronavirus Updates: করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে খাবার, ‘হোম ডেলিভারি’ পরিষেবা চালু রাজ্যের]

আদালত আরও জানিয়েছে, চলতি বছরে আগের মতোই আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে ৮ লক্ষ টাকা আয়ের সীমা মানা হবে সংরক্ষণের মানদণ্ড হিসেবে। তবে ইডব্লুএস সংরক্ষণের মানদণ্ডের চূড়ান্ত বিচার হবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। পাশাপাশি জানানো হয়েছে, ভরতির বিষয়টি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরেই নির্ধারিত হবে। শীর্ষ আদালতের ছাড়পত্রের পরই কাউন্সিলিং শুরুর দিনক্ষণ জানাল কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement