shono
Advertisement
New Jalpaiguri-Chennai Express

চলন্ত ট্রেনের ইঞ্জিনের যন্ত্রাংশ খুলে পড়ে বিপত্তি! বরাতজোরে রক্ষা জলপাইগুড়ি-চেন্নাই সুপারফাস্টের যাত্রীদের

একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা!
Published By: Paramita PaulPosted: 06:19 PM Feb 22, 2025Updated: 07:26 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা! এর মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনা এড়াল ট্রেন। বরাতজোরে রক্ষা পেল নিউ জলপাইগুড়ি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। ওড়িশার বালাসোরের কাছে চলন্ত ট্রেনটির ইঞ্জিনের নিচ থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে যায় বলে সূত্রের খবর। শনিবার ওড়িশার সাবিরা হল্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। অবশেষে চালকের তৎপরতায় ট্রেনটি দাঁড় করানো সম্ভব হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেনটি ওড়িশার সাবিরা স্টেশনে আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এদিন দুপুরে নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী ট্রেনটি সোরো এবং মারকোনার মধ্যে আপ লাইন ধরে যাওয়ার সময় ইঞ্জিনের নিচের অংশ ধাক্কা খায়। বেগতিক বুঝে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। আধিকারিকদের একাংশের মতে, ট্রিপ অ‌্যাটেনশন ঠিকমতো না হওয়ায় ইঞ্জিনের যন্ত্রাংশ খুলে পড়ে যায়। যা চাকায় বাঁধলে লাইনচ্যুতি নির্ঘাত বাঁধা ছিল। এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল। দ্রুত গতিতে চলার সময় এই ঘটনা ঘটায় ট্রেনটি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। খড়গপুরের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ জানান, ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়। এরপর ইঞ্জিন বদল করে ফের সাড়ে ছ’টা নাগাদ রওনা দেয় গন্তব্যে দিকে। 

প্রসঙ্গত, গত বছর একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে রাজ্যে। ১৭ জুন নিউ জলপাউগুড়ি ছাড়ার পরই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ গিয়েছিল বহু যাত্রীর। ২০২২ সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এভাবেই লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। এই ঘটনায় পরপর বেশ কিছু ট্রেন আটকে পড়ে ওই শাখায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা!
  • এর মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনা এড়াল ট্রেন।
  • বরাতজোরে রক্ষা পেল নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস।
Advertisement