সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর দু’মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনও বাজারে নগদের জোগান স্বাভাবিক হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ এটিএম, ব্যাঙ্ক থেকেও টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে৷ ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ এবার সেই নতুন নোটকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠল৷ জলে ধুলেই নাকি নতুন ৫০০ টাকার নোটের রং উঠে যাচ্ছে৷ চেনাই যাচ্ছে না সেটি নতুন ৫০০ টাকার নোট বলে৷
এক নয়, বৃহস্পতিবার এমন একাধিক অভিযোগে সরব হল ওয়েব দুনিয়া৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একের পর এক এ ধরনের অভিযোগ আছড়ে পড়ল এদিন৷ রবি হান্দা নামে এক টুইটার ইউজার একটি বিবর্ণ নোটের ছবি পোস্ট করে দাবি করেছেন, তাঁর প্যান্টের পকেটে নতুন ৫০০ টাকার নোটটি ভুল করে রেখে দিয়েছিলেন৷ প্যান্টটি কাচার পর নোটটিকে আর চেনাই যাচ্ছে না৷ ওয়েব দুনিয়ার বাসিন্দাদের তিনি সতর্ক করে বলেছেন, নতুন নোট ওয়াশিং মেশিনের ধোয়া সহ্য করতে পারবে না৷ তাঁর এই অভিযোগকে সমর্থন করে আরও অনেকেই একই দাবি করেছেন৷
The post জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের! appeared first on Sangbad Pratidin.