shono
Advertisement

করোনা মোকাবিলায় আর্থিক ছাড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের

এটিএম ব্যবহারে তিন মাসের জন্য চার্জ মকুব। The post করোনা মোকাবিলায় আর্থিক ছাড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Mar 24, 2020Updated: 04:07 PM Mar 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বিপর্যয়ে আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রের। সাংবাদিক সম্মেলন করে জিএসটি-সহ একাধিক ক্ষেত্রে আর্থিক ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দেশজুড়ে ‘লকডাউন’ জারি হওয়ায় গৃহবন্দি প্রচুর মানুষ। তাই তাদের কথা ভেবেই এই আর্থিক ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। কী ঘোষণা করলেন, দেখে নিন একনজরে-

Advertisement

  • ২০১৮-২০১৯ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে ৩০ জুন পর্যন্ত করা হল।
  • টিডিএস রিটার্নে লেট ফাইন কমিয়ে ১৮ থেকে ৯ শতাংশ করা হল।
  • আধার-প্যান লিংকের সময়সীমা বৃদ্ধি করে ৩০ জুন করা হল।
  • জিএসটি রিটার্নের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল।
  • কাস্টমস সার্ভিসকে জরুরি পরিষেবার আওতায় অন্তর্ভুক্ত করা হল।
  • ৩০ জুন পর্যন্ত কাস্টমস সার্ভিস ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে
  • বাড়ি থেকে অনেক অফিসকর্মীর কাজ করানোর জন্য নিয়মকানুনে শিথিলতা জারি করা হচ্ছে।
  • যে সকল সংস্থার বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম তাদের ক্ষেত্রে সুদ নেওয়া হলেও, আয়কর রিটার্নের ক্ষেত্রে কোনওরকম লেট ফি দিতে হবে না তাদের
  • যাদের ৫ কোটি টাকার বেশি টার্নওভার তাদের ক্ষেত্রেও কোনও সুদ ধার্য নয় তবে
    ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ছাড়া কেন্দ্রের।
  • নতুন কোম্পানিকে ডিক্লরেশনে ৬ মাস সময় দেওয়া হবে।
  • তবে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা নয় কেন্দ্রের।
  • আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও চার্জ দিতে হবে না।

  •  জরুরি প্রয়োজন না থাকলে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই লেনদেন করতে পারেন সাধারণ মানুষ।

  • অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে এত দিন চার্জ নেওয়া হত, আপাতত তা নেওয়া হবে না। 

 

The post করোনা মোকাবিলায় আর্থিক ছাড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement