সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের গায়ে থুতু দেওয়ার অভিযোগ আগেই উঠেছে। আর এবার কোয়ারেন্টাইনে থাকা নিজামুদ্দিনের একদল জমায়েতকারীর বিরুদ্ধে উঠল নগ্ন হয়ে হাসপাতালে ঘোরাফেরার অভিযোগ। তারা মহিলা স্বাস্থ্যকর্মীদের যৌন আবেদনপূর্ণ নানা কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।
রাজ্য পুলিশকে পাঠানো চিঠিতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক লেখেন, “নিজামুদ্দিনের যে সমস্ত জমায়েতকারীরা এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে, তাদের কার্যকলাপে আমরা জেরবার। তারা হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই নিম্নাঙ্গে কোনও পোশাক রাখছে না। মহিলা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। বিভিন্ন রকমের অশালীন গান শুনছে। এমনকী হাসপাতালের সাফাই কর্মীদের কাছ থেকে সিগারেট চাইছে তারা। চাহিদা অনুযায়ী জোগান দিতে না পারলেই দুর্ব্যবহার করতে শুরু করছে। “
[আরও পড়ুন: লকডাউনের মধ্যেও মন্দিরে গিয়ে রাম নবমী উদযাপন, বিতর্কে তেলেঙ্গানার দুই মন্ত্রী]
এ বিষয়ে গাজিয়াবাদের এসএসপি কালানিধি নৈঠানি বলেন, “এমএমজি জেলা হাসপাতালে কোয়েরেন্টাইনে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। “
অভিযোগ পাওয়ার পরই এমএমজি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা নিজামুদ্দিনের জমায়েতকারীদের রাজকুমার গোয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
The post নগ্ন হয়ে মহিলা স্বাস্থ্যকর্মীদের কুইঙ্গিত! হাসপাতালে ‘অভব্যতা’ নিজামুদ্দিনের জমায়েতকারীদের appeared first on Sangbad Pratidin.
