shono
Advertisement
Bhopal

জিমে মুসলিম প্রবেশ নিষেধ! ভোপালের পুলিশ আধিকারিকের মন্তব্যে বিতর্কের ঝড়

ভিডিও ভাইরাল হতেই ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:14 PM Jun 01, 2025Updated: 08:14 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের জিমে প্রবেশ করতে না দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন ভোপালের এক পুলিশ আধিকারিক। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভোপাল পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে।

Advertisement

সম্প্রতি ভোপালের একটি জিমে বজরং দলের সদস্যরা গিয়ে ঝামেলা শুরু করেন। তাঁদের দাবি ছিল, জিমে কোনও মুসলিম প্রশিক্ষক রাখা যাবে না। তাছাড়া কোনও মুসলিম যুবক-যুবতী প্রশিক্ষণ নিতে আসতে পারবেন না। এই নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর জিম মালিক ও বজরং দলের সদস্যদের নিয়ে আলোচনা করতে বসেন সাব-ইন্সপেক্টর দীনেশ শর্মা।

তখনই তাঁকে নির্দেশ দিতে শোনা যায়, “জিমে কোনও মুসলিম প্রশিক্ষক থাকবে না। পাশাপাশি কোনও মুসলিম ছেলে, মেয়ে জিমে প্রশিক্ষণ নিতে আসতে পারবে না।” আর এতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে একজন পুলিশ কর্তা কীভাবে এমন নির্দেশ দিতে পারেন? পুলিশ কর্তার ওই বিতর্কিত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিতর্কের মুখে পড়ে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

এদিকে ওই পুলিশকর্তার বক্তব্যকে সমর্থন করে তাঁর পাশে দাড়িয়েছেন ভোপালের বিজেপি সাংসদ তথা বিজেপি নেতা অলোক শর্মা। তিনি বলেন, “ভোপালের সমস্ত জিমের প্রশিক্ষকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের কাছে সেই রিপোর্ট জমা পড়বে খুব তাড়াতাড়ি।” তিনি আরও বলেন, “মেয়েদের প্রশিক্ষণের জন্য মহিলা প্রশিক্ষক নিয়োগের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুসলিমদের জিমে প্রবেশ করতে না দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন ভোপালের এক পুলিশ আধিকারিক।
  • সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
  • যেখানে ভোপাল পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে।
Advertisement