shono
Advertisement

১৫ দিনের মধ্যে সরাতে হবে মসজিদ! জমি দখলমুক্ত করতে কড়া নোটিস রেলের

দিল্লি পুরসভার একটি ভবন নিয়েও একই নোটিস পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ।
Posted: 06:08 PM Jul 22, 2023Updated: 06:08 PM Jul 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের জমি দখল করে তৈরি হয়েছে মসজিদ! দিল্লির (Delhi) এমন দু’টি মসজিদকে অবিলম্বে সরিয়ে, ওই জমি দখলমুক্ত করার নোটিস ধরাল রেল। দুই মসজিদ কমিটিকে ১৫ দিনের সময় দিয়েছে উত্তর রেল (Northern Railway)। অন্যথায় রেলই নিজেদের জমি ফেরাতে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় নয়া বিতর্কে উত্তপ্ত রাজধানী।

Advertisement

দিল্লির ওই দুটি মসজিদ হল বেঙ্গলি মার্কেট মসজিদ এবং বাবার শাহ টাকিয়া মসজিদ। নোটিসে রেলের তরফে উল্লেখ করা হয়েছে, বেআইনি ভাবে রেলের জমি দখল করেছে মসজিদ কমিটি। সংশ্লিষ্ট পক্ষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, রেলের সম্পত্তিতে নির্মিত যে কোনও অননুমোদিত ভবন, মন্দির, মসজিদ বা মাজারগুলিকে স্বেচ্ছায় অপসারণের অনুরোধ করা হচ্ছে। নোটিস না মানলে ভারতীয় রেলের আইন অনুযায়ী দখল করা জমি পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। রেলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দখলমুক্ত প্রক্রিয়া চলাকালীন বেআইনি নির্মাণের কোনও ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে মন্দির কমিটি। এর জন্য রেলকে কোনওভাবেই দোষী করা যাবে না।

[আরও পড়ুন: মহিলা আরোহীকে পিছনের সিটে বসিয়েই হস্তমৈথুন Rapido চালকের! নেটদুনিয়ায় নিন্দার ঝড়]

এই বিষয়ে বাবর শাহ তাকিয়া মসজিদের কমিটির সম্পাদক আবদুল গফফর বলেছেন, মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরনো। যদিও মন্দির সংলগ্ন দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের একটি অফিসকেও রেলওয়ে কর্তৃপক্ষ নোটিস পাঠিয়েছে। রেলের দাবি, ওই জমিও তাদের। অবিলম্বে তা খালি করতে হবে।

[আরও পড়ুন: রামকৃষ্ণ-বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপে পড়ে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন অমোঘ লীলা]

উল্লেখ্য, দিল্লির ঐতিহাসিক মসজিদগুলি রাজধানীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অবিচ্ছেদ্য অংশ। মসজিদ কমিটি যুক্তি দিয়েছে, এই ধর্মীয় উপাসনালয়গুলির ঐতিহাসিক মূল্য রয়েছে। প্রত্যেকটিই শতাব্দী প্রাচীন। যদিও রেল কর্তৃপক্ষের দাবি করেছে, তাদের জমিতে বিনা অনুমতিতে মসজিদ নির্মাণ হয়েছে। সব মিলিয়ে উত্তর রেলের উচ্ছেদ নোটিসে নয়া বিতর্কে উত্তপ্ত রাজধানী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement