shono
Advertisement

এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে চেতন ভগতের উপন্যাস

কী প্রতিক্রিয়া লেখকের? The post এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে চেতন ভগতের উপন্যাস appeared first on Sangbad Pratidin.
Posted: 08:22 PM Apr 24, 2017Updated: 02:52 PM Apr 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব প্রজন্মের কাছে প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন চেতন ভগত৷ ইঞ্জিনিয়ার থেকে ব্যাঙ্কার৷ অবশেষে সব ছেড়ে সাহিত্যের দুনিয়ায় প্রবেশ৷ ভাষার বাহুল্য নয়৷ সরল, অকপট ভাষায় একের পর এক উপন্যাসে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা৷ পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে৷ এবার তাঁর মুকুটে জুড়ছে এক নতুন পালক৷ এবার থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ইংরেজি পাঠ্যক্রমে থাকবে তাঁর লেখা ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নামের উপন্যাসটি৷ চলতি বছরের জুলাই মাস থেকেই চালু হবে নয়া পাঠ্যক্রম৷

Advertisement

জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের সিলেবাসে থাকছে ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’৷ পাশাপাশি এই নতুন পাঠ্যক্রমে থাকছে জে কে রাউলিং-এর ‘হ্যারি পটার এন্ড দ্য ফিলোজফার্স স্টোন’৷থাকছে আগাথা ক্রিস্টির ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ এবং মার্কিন কবি ও লেখক লুইসা এম এলকটের উপন্যাস৷ জানা গিয়েছে, নতুন সিলেবাসের খসড়া তৈরি হয়ে গিয়েছে৷ এবার অ্যাকাডেমিক ও এক্সিকিউটিভ কাউন্সিলের সন্মতি পেলেই চালু হবে এই পাঠ্যক্রম৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইটও করেছেন চেতন ভগত৷

[সুকমায় ফের মাওবাদী হামলা, মৃত্যু ১১ জন সিআরপিএফ জওয়ানের]

The post এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে চেতন ভগতের উপন্যাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement