সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ৬ মাস নয়, এবার থেকে ৯ মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন চাকুরিরতা মহিলারা। দেশের সমস্ত সরকারি এবং বেসকারি সংস্থাকে এই মর্মে প্রস্তাব করল কেন্দ্রের নীতি আয়োগ (NITI Aayog)। সদ্যোজাতের সঠিক যত্নের কথা ভেবেই সোমবার নীতি আয়োগের সদস্য ভিকে পল (VK Paul) এই বিষয়ে বিবৃতি জারি করেছেন।
২০১৭ সালে সংসদে পাশ হয় সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল ২০১৬। ওই আইনের বলে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হয়। সোমবার পল বলেন, “মাতৃত্বকালীন ছুটি ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করার বিষয়ে একসঙ্গে বসে ভাবতে হবে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকে।”
[আরও পড়ুন: কর্ণাটকের ক্ষতে প্রলেপ দেবে নতুন সংসদ ভবন! চলতি মাসেই উদ্বোধন]
[আরও পড়ুন: কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের ৯৭ শতাংশই কোটিপতি! অর্ধেকের বেশির বিরুদ্ধে ফৌজদারি মামলা!]
নারীর ক্ষমতায়নে কাজ করা এফআইসিসিআই লেডিস অর্ডানাইজেশনের সভাপতি সুধা শিবকুমার এই বিষয়ে বলেন, “শিশুর যত্ন, বৃদ্ধর পরিচর্যা এবং গৃহস্থালির কাজ বেতনভুক হোক কিংবা অবৈতনিক তা গুরুত্বপূর্ণ বিষয়। যা দেশের অর্থনৈতিক বৃদ্ধি, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের বিশেষভাব সম্পর্কিত।”