shono
Advertisement

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড: কেন্দ্র ও DGCA-কে গাইডলাইন তৈরি নিয়ে ‘সুপ্রিম’ নোটিস

মামলার শুনানি হবে আগামী জুলাই মাসে।
Posted: 05:53 PM May 08, 2023Updated: 08:28 PM May 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রস্রাব কাণ্ডের মামলা এবার সুপ্রিম কোর্টে (Supreme Court)। অভিযোগকারিনী বৃদ্ধার আবেদনের ভিত্তিতে কেন্দ্র এবং অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে (DGCA) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে এই ধরনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়ার হবে সেই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud), বিচারপতি পিএস নরসিমহা এবং জেবি পার্দিওয়ালার বেঞ্চ বৃদ্ধার মামলাটি খতিয়ে দেখতে রাজি হয়। গত বছর নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে এক পুরুষ যাত্রী ৭২ বছর বয়সি বৃদ্ধার কম্বলে প্রস্রাব করেছিলেন। ঘটনায় অভিযুক্ত হন শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি। সোমবার শীর্ষ আদালতের বিচরাপতিরা ডিজিসিএ এবং কেন্দ্রকে নির্দেশ দেন, এই ঘটনার কথা মাথায় রেখে একটি এসওপি তৈরি করতে হবে।

[আরও পড়ুন: ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির, কঠোর শাস্তির দাবি]

কোর্ট জানতে চেয়েছে, এমন ধরনের ঘটনা ঘটলে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? সেক্ষেত্রে গাইডলাইন তৈরি নিয়ে এসওপি তৈরির প্রসঙ্গেই নোটিশ গিয়েছে। আদালত আরও জানিয়েছে, জুলাইতে গরমের ছুটি শেষ হলে এই মামলার শুনানি হবে। শীর্ষ আদালত এসওপি প্রণয়নে সলিসিটর জেনারেল তুষার মেহতার সহায়তাও চেয়েছে।

[আরও পড়ুন: বন্দুকবাজ সাবিরের সঙ্গে পলাতক! আতিকের স্ত্রীকে ‘মাফিয়া’ ঘোষণা যোগীর পুলিশের

উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন একটি মার্কিন বহুজাতিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শংকর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা ৭২ বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করেন তিনি। এমন আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও শুরুতে কোনও পদক্ষেপ করা হয়নি। উলটে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন বিমানকর্মীরা। শেষ পর্যন্ত ডিসেম্বরের শেষের দিকে অভিযুক্ত শংকর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। অশালীন আচরণের জন্য যাত্রীকে ৩০ দিনের জন্য ওই বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। প্রস্রাব কাণ্ডে নাম জড়ানোয় চাকরিও খোয়ান অভিযুক্ত।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement