shono
Advertisement
Tejashwi Yadav

বিহারে খয়রাতি অব্যাহত, এবার মহিলাদের মন পেতে ৩০০০০ অনুদানের প্রতিশ্রুতি তেজস্বীর

প্রথম দফা ভোটের দু'দিন আগে বিজেপিকে টেক্কা দিতে ঘোষণা আরজেডি নেতার।
Published By: Kishore GhoshPosted: 11:24 AM Nov 04, 2025Updated: 12:18 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটে প্রতিশ্রুতির প্রতিযোগিতা! একটি নির্বাচনকে কেন্দ্র করে হরির লুটের মতো খয়রাতির রাজনীতি সম্ভবত প্রথমবার দেখছে ভারত। এবার প্রথম দফার ভোটের দু'দিন আগে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিলেন, বিহারে ক্ষমতায় এলে আগামী বছরের জানুয়ারি মাসেই মহিলাদের বার্ষিক ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।

Advertisement

 

মনে করা হচ্ছে, শাসক জোট এনডিএ-র মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার পালটা দিতেই তেজস্বীর নয়া ঘোষণা। সম্প্রতি রাজ্যের মহিলাদের ব্যবসা শুরুর জন্য ১০০০০ টাকা করে অনুদান ১ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়েছে নীতীশ কুমার সরকার। এরপরই মঙ্গলবার পাটনায় একটি সংবাদিক সম্মেলন করে মহিলাদের অনুদানের কথা ঘোষণা করলেন আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তিনি জানালেন, 'মায়ি বহিন মান যোজনা'য় বছরের শুরুতে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ৩০০০০ টাকা প্রদান করা হবে।

এদিন লালুপ্রসাদ যাদবের উত্তরসূরি আরজেডি নেতা বলেন, "আমি অনেক জায়গায় গিয়েছি এবং মহিলাদের সঙ্গে কথা বলেছি। বিহারের সমস্ত মা ও বোনেরা 'মাই বহিন মান যোজনা' নিয়ে উচ্ছ্বসিত। মানুষের বক্তব্য এই যোজনা তাঁদের অর্থনৈতিক ন্যায়বিচার প্রদান করবে।" উল্লেখ্য, আরজেডির ইস্তেহারে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে অনুদানের কথা ঘোষণা করাই হয়েছিল। তেজস্বীর বক্তব্য, মা-বোনদের চাহিদার কথা মাথায় রেখেই আগামী বছর ১৪ জানুয়ারি গোটা বছরের প্রাপ্য ৩০ হাজার টাকা একবারে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনে করা হচ্ছে, শাসক জোট এনডিএ-র মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার পালটা দিতেই তেজস্বীর নয়া ঘোষণা।
  • আরজেডির ইস্তেহারে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে অনুদানের কথা ঘোষণা করাই হয়েছিল।
Advertisement