সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশুর চর্বি ও মাছের তেল দিয়ে বানানো ঘিতে তৈরি হয়েছে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু। এই ঘটনায় প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছেন সনাতনীরা। বিতর্কের মাঝে সোমবার তিরুপতির ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির 'শুদ্ধিকরণ' করল মন্দির কর্তৃপক্ষ। এদিন পুরোহিতদের একটি দল মন্দির চত্বরে 'মহা শান্তি হোমযজ্ঞ' করেন। পুরোহিতদের দাবি, এই হোমযজ্ঞের ফলে ভেজালের কুপ্রভাব দূর হবে। 'প্রসাদম' হিসাবে লাড্ডুর পবিত্রতা পুনরুদ্ধার হবে এবং ভক্তদের মঙ্গল নিশ্চিত হবে।
তিরমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের আধিকারিক শ্যামলা রাও জানান, সোমবার চার ঘণ্টা ধরে চলে 'শুদ্ধিকরণ'। সকাল ৬টায় শুরু হয়েছিল 'মহা শান্তি হোমযজ্ঞ' অনুষ্ঠান। প্রধান লক্ষ্য ছিল মন্দিরের রান্নাঘর 'শুদ্ধিকরণ', যেখানে বিতর্কিত প্রসাদী লাড্ডু তৈরি হয়। তিনি আরও জানান, নয়া বিতর্কের পর লাড্ডুতে খাঁটি ঘি ব্যবহারের বিয়য়ে আরও বেশি সতর্ক হয়েছে মন্দির কর্তৃপক্ষ। এর ফলে প্রসাদী লাড্ডুর স্বাদ আরও বেড়ে গিয়েছে বলেও মনে করা হচ্ছে।
সম্প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু দাবি করেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত। ব্যবহার করা হত মাছের তেলও। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু। এর পরই দেশজুড়ে বিতর্ক দানা বাঁধে। তিরুপতির লাড্ডু ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, ধর্মীয় আস্থায় আঘাত হানার এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করা হোক। অন্যদিকে গোটা বিতর্কের জন্য 'মিথ্যেবাদী' চন্দ্রবাবুকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখেছেন ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন্মোহন রেড্ডি।