সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পাক মদতে জঙ্গি হামলায় ঘটনায় যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ভারত! ৭ মে দেশে শুরু হচ্ছে অসামরিক মহড়া, তার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জল্পনার মাঝেই মোদি-ডোভালের এই বৈঠক নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা অজিত ডোভাল। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক হয়। যদিও কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে না এলেও, অনুমান করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের রণকৌশল ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন তিনি। পহেলগাঁও আবহে গত কয়েকদিন ধরেই ম্যারাথন বৈঠক চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। গত কয়েকদিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তিন সেনাপ্রধানের সঙ্গে আলাদা আলাদা ভাবে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ডোভালের সঙ্গে মোদির এই বৈঠক নতুন করে জল্পনা তৈরি করেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে ২৫ পর্যটক ও স্থানীয় এক নাগরিককে খুন করেছিল জঙ্গি। এই হামলার নেপথ্যে পাক যোগের তত্ত্ব ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামলাকারী এবং এই হামলার নেপথ্য ষড়যন্ত্রকারীদের সমুচিত দেওয়া হবে। পাশাপাশি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিতে দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার হতে চলেছে সেই মহড়া।
পাশাপাশি গত সপ্তাহেই দেশের তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র। আরব সাগরে নৌসেনার সামরিক মহড়ার পাশাপাশি বায়ুসেনা ও স্থলসেনাও জোরকদমে মহড়া শুরু করেছে। এর সঙ্গেই দফায় দফায় চলছে প্রধানমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। কেন্দ্রের এহেন তৎপরতাকে যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।
