সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যময় নগ্ন যুবকেরা আসে! তারা মহিলাদের নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। এরপর যৌন নির্যাতন চালায়। উত্তরপ্রদেশের মিরাটের দাউরালায় নাকি এমন চতুর্থ ঘটনা ঘটেছে। এই 'নুড গ্যাং'য়ের (Nude Gang) আতঙ্কে কাঁটা দাউরালার মহিলারা। যারপর নড়চড়ে বসেছে পুলিশ। এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। নজরদারি চালাতে গ্রামের আকাশে ড্রোন ওড়ান হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মিরাটের (Meerut) ভারালা গ্রামের বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছেন, বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই ব্যক্তি তাঁকে নির্জন কৃষিখেতে টেনে নিয়ে যায়। মহিলা চিৎকার করে কোনওমতে নিজেকে দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হন। গ্রামবাসীরা ছুটে এসে গোটা কৃষিখেত ঘিরে ফেলে। যদিও রহস্যময়ভাবে কেউ ধরা পড়েনি! গ্রামবাসীরা মহিলার কাছে জানতে চান, দুষ্কৃতীদের কেমন দেখতে? উত্তরে তিনি জানান, তাঁদের শরীরে সুতো ছিল না। নগ্ন অবস্থায় তারা হামলা চালায়। আক্রান্ত মহিলা ওই ঘটনার পর আতঙ্কে কর্মক্ষেত্রই বদলে ফেলেন। এখন অন্য রাস্তা দিয়ে কাজে যান তিনি।
গ্রামবাসীদের দাবি, এমন চতুর্থ ঘটনায় আক্রান্ত মহিলা লজ্জায় অভিযোগ জানাননি। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছে গোটা গ্রাম। তাঁরা মনে করছেন, বিষয়টা হাতের বাইর চলে যাচ্ছে। গ্রামপ্রধান রাজেন্দ্র কুমার বলেন, "গ্রামবাসীরা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। দুষ্কৃতীদের দলটি এযাবৎ কেবল মহিলাদেরই আক্রমণ করছে।"
পুলিশ জানিয়েছে, ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও অনেকে মহিলাই ভয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না। স্থানীয় বাসিন্দাদের একাংশের অবশ্য বক্তব্য, গোটা বিষয়টাই আসলে গুজব। সত্যিই কী তাই? তদন্তকারীরা এখনও ধোঁয়াশায়।
