shono
Advertisement

দেশে প্রথম, করোনা চিকিৎসায় ১০০০ শয্যার হাসপাতাল ওড়িশায়

১৫ দিনের মধ্যে এই হাসপাতাল চালু হয়ে যাবে। The post দেশে প্রথম, করোনা চিকিৎসায় ১০০০ শয্যার হাসপাতাল ওড়িশায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:50 PM Mar 26, 2020Updated: 05:50 PM Mar 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় দেশকে পথ দেখাচ্ছে ওড়িশা। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম ১০০০ শয্যার হাসপাতাল তৈরি করছে ওড়িশা সরকার। আগামী ১৫ দিনের মধ্যে এই হাসপাতাল চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি জানান, এ ধরণের দুটি হাসপাতাল তৈরি করা হবে। যার ফলে রাজ্যের অন্যান্য হাসপাতালের উপর চাপ কমবে। প্রসঙ্গত, ওড়িশাই দেশের প্রথম রাজ্যে যেখানে এধরণের হাসপাতাল তৈরি করা হচ্ছে। মিলবে উন্নত পরিষেবা। এদিন কেন্দ্র তরফেও জানানো হয় দেশে প্রতিটি রাজ্যে করোনা চিকিৎসার হাসপাতাল তৈরি হবে। ১৭টি রাজ্যে ইতিমধ্যে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন : মেলেনি খাবার, ১৩৫ কিলোমিটার রাস্তা হেঁটে লকডাউনে বাড়ি ফিরলেন দিনমজুর]

এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফেও একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, গত ২৪ ঘণ্টায় দেশে চার আক্রান্তের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪২ জন। একইসঙ্গে মহামারিকে হারাতে কোমর বেঁধে তৈরি গোটা দেশ। তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমিতদের চিকিৎসায় হাসপাতাল তৈরি করা হচ্ছে। ১৭টি রাজ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, বিভিন্ন প্রান্তিক এলাকায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পৌঁছে দিতে সাহায্য করবে ভারতীয় বায়ু সেনা। তাঁরা দেশে আরও ৯টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করছেন বলেও জানান স্বাস্থ্য মন্ত্রকের কর্তা। 

[আরও পড়ুন : ‘সঠিক দিশায় প্রথম পদক্ষেপ’, মোদি সরকারের আর্থিক প্যাকেজকে স্বাগত রাহুলের]

The post দেশে প্রথম, করোনা চিকিৎসায় ১০০০ শয্যার হাসপাতাল ওড়িশায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement