সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত থেকে পাকিস্তানে ফেরার পথে শ্রীনগরে মৃত্যু হল এক পাক নাগরিকের। মৃতের নাম আব্দুল ওয়াহিদ। বয়স ৬৯ বছর। তিনি শেষ ১৭ বছর ধরে ভারতে বসবাস করতেন বলে জানা গিয়েছে।
পহেলগাঁওয়ের ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে। যে জঙ্গিদের গুলিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন, তাদের খোঁজে উপত্যকাজুড়ে চিরুণি তল্লাশি শুরু করেছে সেনা। এদিকে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এর মধ্যে অন্যতম হল পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ। গত ২৬ এপ্রিল সেই সময়সীমা শেষ হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত আব্দুল ওয়াহিদ ভারতে বসবাস করতেন। কিন্তু সরকারি নির্দেশের পর তাঁকে পাকিস্তানে ফেরত যেতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার তিনি রওনা দিয়েছিলেন। কিন্তু শ্রীনগর পৌঁছনোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
সূত্রের খবর, পাক নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমা শেষ হওয়ার পরেও একাধিক পাক নাগরিক ভারতে রয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর তৎপরতা শুরু হয়েছে। যে রাজ্যগুলিতে পাক নাগরিকরা বাস করছেন সেই রাজ্যগুলিকে এ বিষয়ে তৎপর হতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এরই মধ্যে ভারত থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় মৃত্যু হল ওই বৃদ্ধের।
