সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পাকিস্তানের তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়ানো হয়েছিল ভারতের দিকে। কিন্তু সেটা যে কেবলমাত্র ‘লোকদেখানো’, তা ফের একবার প্রমাণিত হল। শনিবার কাশ্মীরের কেরি সেক্টরে আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। আর তাতে প্রাণ হারালেন ভারতীয় সেনার চার জওয়ান। এদের মধ্যে একজন আবার অফিসারও রয়েছেন।
[‘সাউথ সাইরেন’ নয়নতারার প্রেমে পড়ে পুলিশের জালে গ্যাংস্টার]
জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা ১৫ নাগাদ সীমান্তে নজরদারি চালাচ্ছিল সেনার ১২০ ইনফ্যান্ট্রি ব্রিগেড। তখনই একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। এরপরই পাক সেনা গুলি চালাতে শুরু করে ভারতীয় জওয়ানদের তাক করে। আর তাতেই মারা যান ওই চার জওয়ান। মৃতদের মধ্যে রয়েছেন মেজর মোহারকর প্রফুল্ল আমবাদাস, ল্যান্স নায়েক গুরমেইল সিং, সিপাহী পারগাত সিং। এছাড়া অপর এক জওয়ানের পরিচয় এখনও জানা যায়নি। অপর এক জওয়ান আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে সেনার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ঘটনায় মারা গিয়েছেন ১২০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের অফিসার প্রফুল কুমার-সহ আরও তিন জওয়ান। এঁরা প্রত্যেকেই খুবই সাহসি এবং কর্তব্যপরায়ন ছিলেন। তাঁদের এই আত্মত্যাগ দেশ কখনই ভুলবে না এবং এটা কখনই বৃথা যাবে না। ইতিমধ্যে পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ‘
[কন্ডোম কিনতেও কি আধার লাগবে? প্রশ্ন চিদম্বরমের]
বছরের শুরু থেকেই বিনা প্ররোচনায় বারংবার ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক রেঞ্জাররা। কখনও আবার সীমান্তে টহলরত সেনা জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালিয়ে শিরচ্ছেদ করেছে। যোগ্য জবাব দিয়েছে ভারতও। কিন্তু বারবার দিল্লির পক্ষ থেকে ইসলামাবাদকে জানানো সত্ত্বেও নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা রিপোর্টে জানা গিয়েছে, ২০১৬ সালেও পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের সংখ্যা ছিল যেখানে ৪৪৯, সেখানে এ বছর অক্টোবরের মধ্যেই পাক সেনা ৭২০-রও বেশি বার বিনা প্ররোচনায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে।
[রাজ্যের মন্দিরে বর্ষবরণের অনুষ্ঠানে রাশ টানছে অন্ধ্র]
The post ফের পাক সেনার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, মৃত অফিসার-সহ চার জওয়ান appeared first on Sangbad Pratidin.
