shono
Advertisement
CRPF

মাওবাদী দমনের মাঝেই বজ্রাঘাতে মৃত্যু আধাসেনা জওয়ানের, আহত বাংলার এক

আহত হয়েছেন ঝাড়খণ্ড পুলিশের দুই আধিকারিকও।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:13 PM May 16, 2025Updated: 06:13 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে মাওবাদের বিরুদ্ধে অপারেশন চলছিল। সে সময় হঠাৎ শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি, বজ্রপাত। বজ্রাঘাতে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত হন বাংলার এক জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের দুই আধিকারিক। শুক্রবার সিআরপিএফ আধিকারিকরা এই খবর জানিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার কেরিবুরু গ্রামের কাছে একটি জঙ্গল ঘিরে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। হঠাৎ শুরু হয় ব্যাপক ঝড়বৃষ্টি সঙ্গে ঘন ঘন বজ্রপাত।

আধিকারিকরা জানিয়েছেন, অভিযান চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু হয় ২৬ নম্বর ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড অফিসার এম প্রভু সিং। তিনি মণিপুরের ইম্ফলের বাসিন্দা। এদিকে বাংলার উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৪৯ বছর বয়সি সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সুবীর কুমার মণ্ডল গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে নোয়ামুন্ডিতে টাটা মেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আহত ঝাড়খণ্ড পুলিশের দুই আধিকারিকও হাসপাতালে ভর্তি রয়েছেন। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আহতদের উদ্ধার করতে বেশ কিছুটা বেগ পেতে হয়। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে মাওবাদের বিরুদ্ধে অপারেশন চলছিল। সে সময় হঠাৎ শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি, বজ্রপাত।
  • বজ্রাঘাতে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের।
  • গুরুতর আহত হন আরও এক জওয়ান এবং ঝাড়খন্ড পুলিশের দুই আধিকারিক।
Advertisement