shono
Advertisement

জানেন, ফ্রি Wi-Fi পেলে ভারতীয়রা কী দেখেন?

জানলে চমকে উঠবেন! The post জানেন, ফ্রি Wi-Fi পেলে ভারতীয়রা কী দেখেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Jul 23, 2017Updated: 10:19 AM Jul 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশকে ‘ডিজিটাল‘ করে তোলার স্বপ্ন দেখিয়েছেন। মূলত তাঁর উদ্যোগেই পাবলিক প্লেসে, শপিং মলে এমনকী রেলের স্টেশনেও মিলছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।

Advertisement

[৭১-এর যুদ্ধের ফল নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানকে বার্তা বেঙ্কাইয়ার]

কিন্তু ভারতীয়দের মানসিকতায় পরিবর্তন এসেছে কি? আদৌ আমরা ইন্টারনেট থেকে জ্ঞান আরোহন করছি কি? কারণ, অ্যান্টি-ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘নরটন’-এর একটি রিপোর্ট বলছে, ফ্রি ওয়াই-ফাই পেলে প্রতি তিনজনের মধ্যে একজন ভারতীয় ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ বা পর্ন দেখেন। হোটেল, এয়ারপোর্ট এমনকী পাঠাগারেও বিনামূল্যে ওয়াই-ফাই পেলে স্মার্টফোনে পর্ন দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয়রা।

তবে ভারতীয়রা একাই নন, বিশ্ব জুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজন ব্যক্তি ফ্রি-তে ওয়াই-ফাই পেলেই পর্ন দেখেন। আমেরিকা, ব্রিটেন, জাপান, মেক্সিকো, ব্রাজিল, নেদারল্যান্ডের মতো দেশের ছবিটাও এই একই। আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি পর্ন দেখার প্রবণতা বন্ধুর বাড়ি ও হোটেলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে। আবার ভারতীয়দের মধ্যে স্টেশন বা অফিসের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে পর্ন দেখার প্রবণতা বেশি।

[কুপওয়ারায় অনুপ্রবেশের ছক বানচাল, সেনার গুলিতে নিকেশ জঙ্গি ]

The post জানেন, ফ্রি Wi-Fi পেলে ভারতীয়রা কী দেখেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement