সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে তাদের নতুন শাখা খুলতে চলেছে ওপেন এআই। ব্যবহারকারীর সংখ্যা দিয়ে বিচার করলে সারা বিশ্বে চ্যাট-জিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতই। এমনকী, গত বছরের তুলনায় এই বছরে সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ। তারই পরোক্ষ প্রভাবে ভারতের বুকে তাদের নতুন শাখা খুলতে চলেছে এই সংস্থা।
শুক্রবার, চ্যাট-জিপিটির প্রস্তুতকারক ওপেন এআই এই বিষয়টা একপ্রকার নিশ্চিত করেছে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে হারে বেড়েছে এবং বাড়ছে তা প্রমাণ করে এই খবর। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে তাদের অফিস খোলা আসলে ভারত সরকারের এআই মিশনের প্রতি ওপেন এআইয়ের যে প্রতিশ্রুতি রয়েছে, তাকে রূপ দিতে। এ ছাড়াও 'ভারতের জন্য ও ভারতের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা' মিশনে সরকারের সঙ্গে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও কথাও জানিয়েছে তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিল্লিতেই অফিস খুলবে ওপেন এআই। তবে এই দেশে অফিস খোলায় ওপেন এআই-এর দ্রুত গ্রাহক ভিত্তিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।
গোটা দেশের একাধিক স্থানীয় ব্যবসা ও প্রতিষ্ঠান ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত কৃষি পরিষেবা, নিয়োগ প্রক্রিয়া-সহ একাধিক ক্ষেত্রে ওপেন-এআইয়ের বিভিন্ন টুল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওপেন এআই জানিয়েছে তারা ভারতে তাদের বিভিন্ন পদে সক্রিয়ভাবে নিয়োগ শুরু করেছে। এ ছাড়াও নতুন দপ্তর ও ভবিষ্যতে তাদের কী কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে আগামীতেই ঘোষণা করা হবে বলেই জানিয়েছে ওপেন এআই।
