shono
Advertisement

এক বছরে রেকর্ড মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে, আর কত বাকি?

গোটা দেশে ঝুলে থাকা মামলার সংখ্যা এখনও চমকে দেওয়ার মতো।
Posted: 05:11 PM Dec 23, 2023Updated: 05:11 PM Dec 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তারিখ পে তারিখ নয়। বিচারের বাণী নীরবে নিভৃতেও কাঁদবে না। দেশের শীর্ষ আদালতে মামলার নিস্পত্তিতে গতি আসছে। আগের চেয়ে অনেক দ্রুত শেষ হচ্ছে মামলা। অন্তত ২০২৩ সালের পরিসংখ্যান সেকথাই বলছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে রেকর্ড সংখ্যক মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংখ্যাটা ৫২ হাজারেরও বেশি।

Advertisement

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের হিসাবে অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে ৫২ হাজার মামলার নিষ্পত্তি করেছে শীর্ষ আদালত। যা গত ছ’বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর ৩৯ হাজার ৮০০ মামলার নিষ্পত্তি করেছিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ এ বছর ১৩ হাজার বেশি মামলার নিষ্পত্তি হয়েছে।

[আরও পড়ুন: ‘মোদির উত্তরসূরি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী’, কার কথা বললেন প্রশান্ত কিশোর?]

সুপ্রিম কোর্টে মামলার গতি আনার কৃতিত্ব অনেকটাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) প্রাপ্য। তিনি দুটি পরিবর্তন করেছেন। এক, আগে মামলা দায়ের হওয়ার পর শুনানি পর্যন্ত ১০-১৫ দিন সময় লেগে যেত। এখন সেটা দ্রুততার সঙ্গে লিস্টিং করা হয়। ফলে ওই ব্যবধান কমে দাঁড়িয়েছে ৫-১০ দিন। আর দুই জামিনের মামলায় বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান বিচারপতি। ফলে এই মামলা দ্রুত নিস্পত্তি হচ্ছে। তারপরও শীর্ষ আদালতে বকেয়া মামলার সংখ্যা এখন ৮০ হাজার। প্রধান বিচারপতি জানিয়েছেন, বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]

সুপ্রিম কোর্টে মামলায় গতি এলেও দেশের নিম্ন আদালতগুলির অবস্থা এখনও তথৈবচ। দেশের নিম্ন আদালত ও হাই কোর্টগুলিতে জমে থাকা মামলার সংখ্যা এখনও প্রায় পাঁচ কোটি। হাজারো চেষ্টা করলেও নিম্ন আদালতগুলিতে মামলা দ্রুত নিষ্পত্তি করানো সম্ভব হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার