সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2025) ইতিহাস গড়লেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। মুম্বইয়ের তিলক বর্মার উইকেট তুলে নিতেই রেকর্ড বুকে নাম উঠল আরসিবি তারকার। আইপিএলে পেসারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন ভুবির নামে। ছাপিয়ে গেলেন প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোকেও।

হার্দিকদের বিরুদ্ধে ১৮ রানে জেতে বেঙ্গালুরু। সেখানে একটিই উইকেট তোলেন ভুবনেশ্বর। ২৯ বলে ৫৬ রান করা তিলক বর্মাকে আউট করেন তিনি। যার ফলে আইপিএলে তাঁর মোট উইকেট দাঁড়াল ১৮৪। এর আগে পেসারদের মধ্যে ডোয়েন ব্র্যাভোর উইকেট সংখ্যা ছিল ১৮৩। তবে সব মিলিয়ে আইপিএলে উইকেট শিকারীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর। যুজবেন্দ্র চাহাল (২০৬) ও পীযূষ চাওলার (১৯২) পরেই আছে তাঁর নাম। তবে তাঁরা দুজনেই স্পিনার।
এর আগে পুনে ওয়ারিয়ার্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন ভুবনেশ্বর। এর মধ্যে হায়দরাবাদের জার্সিতে খেলেছেন ১১ বছর। এবার নিলাম থেকে তাঁকে তুলে নেয় আরসিবি। চলতি আইপিএলের প্রথম ম্যাচে নাইটদের বিরুদ্ধে খেলেননি। তারপর ৩ ম্যাচে ৩টি উইকেট তুলেছেন ভুবি। মুম্বই ম্যাচের আগে তিনি বলেছিলেন, "১১ বছর একটা দলে খেলার পর নতুন দলের জার্সিতে একটু অস্বস্তি হয়। কিন্তু আরসিবি'তে সেটা হয়নি। ওরা যেভাবে স্বাগত জানিয়েছে, সেটা খুব স্পেশাল।" আর নতুন জার্সিতেও আগুন ছোটাচ্ছেন ভারতের 'সুইং কিং'।
একনজরে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী পেসারদের তালিকা:
১৮৪*- ভুবনেশ্বর কুমার
১৮৩- ডোয়েন ব্র্যাভো
১৭০- লাসিথ মালিঙ্গা
১৬৫*- জশপ্রীত বুমরাহ
১৪৪- উমেশ যাদব।
* এবছরের আইপিএলে খেলছেন।