shono
Advertisement

‘আড়াই মিনিটেই সিদ্ধান্ত!’, মহুয়া ইস্যুতে এথিক্স কমিটিকে তোপ দানিশ আলির

বিএসপি সাংসদকে পালটা কমিটির চেয়ারম্যানের।
Posted: 09:06 PM Nov 09, 2023Updated: 09:06 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাংসদ পদ খারিজের প্রস্তাবে সিলমোহর এথিক্স কমিটির। ৬:৪ ভোটে কমিটির সদস্যদের দেওয়া ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর পরই বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলি প্রশ্ন তুলে দিলেন পুরো প্রক্রিয়া নিয়েই। যার জবাবে কমিটির চেয়ারম্যানও পালটা দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় দানিশকে বলতে শোনা গিয়েছে, ”কমিটির চেয়ারম্যান এলেন আর বৈঠক শেষ হয়ে গেল আড়াই মিনিটে। রিপোর্ট নিয়ে কোনও আলোচনাই হল না। এটা কি কোনও প্রক্রিয়া হতে পারে?” পাশাপাশি তাঁর অভিযোগ, ”রমেশ বিধুরি যেভাবে সংসদের গণতন্ত্রকে লজ্জিত করেছেন, সেব্যাপারে পদক্ষেপ নিয়ে কোনও আলোচনা নেই। অথচ একজন সাংসদ যিনি এক শিল্পপতিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হল।” সেই সঙ্গে মহুয়া সংক্রান্ত ৫০০ পাতার রিপোর্টে প্রথম থেকে বিস্তারিত তথ্য নেই বলেও দাবি তাঁর।

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

দানিশকে পালটা দিয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বিনোদকুমার সোঙ্কার। তাঁর খোঁচা, ”সমস্ত প্রোটোকলই অনুসরণ করা হয়েছে। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা তদন্তে বাধা দিতে চান।”

প্রসঙ্গত, এদিনের ভোটাভুটিতে প্রস্তাবের বিরোধিতা করেছিলেন চার বিরোধী সাংসদ। তাঁদের মধ্যে দানিশ ছাড়াও ছিলেন কংগ্রেসের ভি ভাইতিলিঙ্গম, সিপিআইয়ের টি নটরাজন, জেডিইউয়ের গিরিধারী যাদব ও বিএসপির দানিশ আলি। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই প্রস্তাব জমা দেওয়া হবে।

[আরও পড়ুন: ‘সব ভুলে এগিয়ে চলো’, রাহুলের উপদেশে দ্বন্দ্ব ভুলেছেন শচীন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement