shono
Advertisement
Pahalgam

পর্যটকদের বাঁচাতে জীবন বাজি! টাট্টু ঘোড়া চালক আদিলকেও গুলিতে ঝাঁজরা করে জঙ্গিরা

পরিবারের একমাত্র রোজগেরে আদিলের মৃত্যুতে শোকে পাথর পরিবার।
Published By: Kishore GhoshPosted: 05:38 PM Apr 23, 2025Updated: 05:39 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা! অথচ দুঃস্বপ্নের সেই মুহূর্তে এক মহিলা পর্যটককে বাঁচাতে জঙ্গিদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জনৈক সইদ আদিল হুসেন শাহ। এমনকী এক জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তখনই গর্জে ওঠে একে ৪৭। আদিলকে গুলিতে ঝাঁজরা করে সন্ত্রাসবাদীরা। 

Advertisement

স্থানীয় বাসিন্দা আদিলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়িয়ে উপার্জন করতেন তিনি। তাই দিয়ে চলত বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, সন্তান এবং নিজের পেট। পরিবারের একমাত্র রোজগেরে আদিলের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। আদিলের বাবা হায়দার শাহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে আমার ছেলের। এর জন্য যেই দায়ী হোক না কেন, তাকে পরিণতি ভোগ করতেই হবে।"

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ছিল স্বাভাবিক। ঘন পাইনের বন ঘেঁষা অপূর্ব প্রকৃতিক পরিবেশে ঘুরে বেড়িয়ে উপভোগ করছিলেন পর্যটকেরা। তখনই আচমকা হামলা করে জঙ্গিরা। তাদের গুলিতে ২৬ জন নিহত হন। এর মধ্যে ২৫ জন ভূস্বর্গে ঘুরতে আসা পর্যটক। সইদ আদিল হুসেন শাহ একমাত্র নিহত স্থানীয় বাসিন্দা। জঙ্গিরা পর্যটকদের তাক করে গুলি চালাতে শুরু করলে ছুটে আসেন আদিল। এক জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তখনই তাঁকে লক্ষ গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ছিল স্বাভাবিক।
  • আচমকা হামলা করে জঙ্গিরা। তাদের গুলিতে ২৬ জন নিহত হন।
Advertisement