সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত সরকার খুব ভালো করে জানে এই ধরনের পরিস্থিতির কীভাবে মোকাবিলা করতে হবে।’ কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এবার মোদি সরকারের পাশে দাঁড়িয়ে জঙ্গিদের বার্তা দিল ইজরায়েল। বুধবার গাজা প্রসঙ্গ স্মরণ করিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত রেউভেন অজার আরও জানালেন, ‘সাধারণ মানুষের উপর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলতে।’
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের রাষ্ট্রদূত বলেন, "এই ধরনের অপরাধীরা আমাদের ভয় দেখানোর জন্য নতুন নতুন পন্থা খোঁজে। আমাদেরও সেই ভাবে এগোতে হবে। ওরা (জঙ্গিরা) ঠিক যেভাবে ভাববে, সেই ভাবে আমাদেরও ভাবতে হবে। আমরা নিশ্চিত যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাতে আমরা আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠব।" এর পাশাপাশি এই ঘটনার পর ভারত সরকারের প্রতি আস্থা রেখে তিনি বলেন, "ভারত সরকার জানে এই পরিস্থিতিতে ঠিক কীভাবে কাজ করতে হবে। আমরা সন্ত্রাসের মোকাবিলায় বৃহত্তর স্বার্থে ভারতের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।"
উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা (Terror Attack) ঘটেছে গত মঙ্গলবার। ওইদিন বিকেলে পহেলগাঁওয়ে (Pahalgam ) এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। দাবি করা হচ্ছিল, পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই পাকিস্তানি। একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, লস্কর-ই-তইবা ও আইএসআই-এর নির্দেশেই চালানো হয়েছে এই হত্যাকাণ্ড।
এই জঙ্গি হামলার ঘটনার পর মঙ্গলবার ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, “পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলায় আমরা গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে সর্বতভাবে রয়েছে।” ইজরায়েলের সেই বার্তার পর ফের এই ইস্যুতে ইজরায়েলের বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বলে রাখা ভালো, অতীতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলি সমরাস্ত্র ব্যবহার করেছে ভারত। কীভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হয় গাজায় হামাসের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বিশ্বকে তা দেখিয়ে দিয়েছে ইহুদিরা। এবার কী পাক সন্ত্রাসের বিরুদ্ধে গাজার মতোই পদক্ষেপের ইঙ্গিত দিলেন ইজরায়েলের রাষ্ট্রদূত!
