সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে নয়াদিল্লি। শুক্রবার রাতেই প্রতিবেশী দেশ থেকে সমস্তরকম আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার ঘোষণা করা হল, শুধু পণ্য নয়, পাকিস্তান থেকে কোনওরকম চিঠি বা পার্সেল আসবে না ভারতে। দুদেশের মধ্যে ডাক পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দিল্লি।
শনিবার ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হল, পাকিস্তানের সঙ্গে জল-স্থল এবং আকাশপথে সমস্তরকম ডাক এবং পার্সেল আদানপ্রদান বন্ধ করা হচ্ছে। পণ্য আমদানি বন্ধের পর ডাক যোগাযোগ বন্ধ। বস্তুত পাকিস্তানের সঙ্গে সমস্তরকম দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করে ফেলল নয়াদিল্লি।
যেভাবে পহেলগাঁও হামলার পর একের পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করছে দিল্লি, তাতে এই ডাক বন্ধও প্রত্যাশিত। তবে, এই সিদ্ধান্তের নেপথ্যে একটি ভয়াবহ আশঙ্কাও থাকতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইদানিং বিশ্বজুড়ে পার্সেল বোমা, অর্থাৎ চিঠির খামের মাঝে বা পার্সেলের মাঝে বিস্ফোরক লুকিয়ে নাশকতার ছক কষছে জঙ্গিরা। পাকিস্তানি জঙ্গিরাও সেই ধরনের পার্সেল বোমা চিঠি বা পার্সেলের মধ্যে পাঠাতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। সম্ভবত সেকারণেই প্রতিবেশী দেশের সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত দিল্লির।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। বাতিলের পথে সিন্ধু জলচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর। বন্ধ হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। দুদেশের মধ্যে বাণিজ্যও বন্ধ। এমনকী, পাকিস্তানিদের সোশাল মিডিয়া হ্যান্ডেলও বেছে বেছে বন্ধ করা হচ্ছে। এবার চিঠিপত্র আদানপ্রদানও বন্ধ হচ্ছে।
