shono
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

‘দ্রুত পদক্ষেপ করুন, বিরোধীরা পাশে আছে’, পহেলগাঁও নিয়ে মোদিকে বার্তা রাহুলের

আর কী বললেন রাহুল?
Published By: Subhodeep MullickPosted: 08:50 PM Apr 30, 2025Updated: 09:01 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নৃশংস ঘটনা মেনে নেওয়া যায় না। দ্রুত পদক্ষেপ করুন। বিরোধীরা আপনার পাশে আছে। পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনটাই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Advertisement

বুধবার একটি সাংবাদিক সম্মেলন করেন রাহুল। সেখানে তিনি বলেন, “পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিরোধীরা সরকারের পাশে রয়েছে। এরপরই মোদিকে উদ্দেশ্য করে কংগ্রেস সাংসদ বলেন, “আপনি এমন জবাব দিন যাতে ভবিষ্যতে ওরা এরকম কাজ করতে ভয় পায়। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।” নাম না করে রাহুল এদিন পাকিস্তানকেই কটাক্ষ করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাহুল আরও বলেন, “আমি আজ কানপুরে একটি পরিবারের সঙ্গে দেখা করেছি। নির্মমভাবে তাঁদের ছেলেকে হত্যা করা হয়েছে। আমি কেবল বলতে চাই, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের ভারী মূল্য চোকাতে হবে।"

উল্লেখ্য, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় আহতদের দেখতে শুক্রবার জম্মু ও কাশ্মীরে যান রাহুল। দেখা করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের চিরকালের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।''

প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই নৃশংস ঘটনা মেনে নেওয়া যায় না।
  • দ্রুত পদক্ষেপ করুন, বিরোধীরা আপনার পাশে আছে।
  • পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনটাই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Advertisement