shono
Advertisement
All-Party Meeting

পহেলগাঁও ইস্যুতে আজ রাজনাথের নেতৃত্বে সর্বদল বৈঠক, থাকবেন খাড়গে-সুদীপরা

বিরোধীদের সামনে গোটা পরিস্থিতি তুলে ধরবেন অমিত শাহ।
Published By: Subhajit MandalPosted: 10:49 AM Apr 24, 2025Updated: 10:49 AM Apr 24, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: পহেলগাঁও ইস্যুতে আজ সর্বদল বৈঠক কেন্দ্রের। সন্ধে ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করবেন। আগামী দিনে এই হামলার প্রত্যাঘাতে কী কী পদক্ষেপ করা হতে পারে, ভারত সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, সবটাই ওই বৈঠকে তুলে ধরা হবে। বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

Advertisement

এখনও পর্যন্ত যা খবর, তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা, শিব সেনার শ্রীকান্ত শিণ্ডে। কংগ্রেসের তরফে খোদ দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যেই আমেরিকা সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনিও আজকের সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারেন। তবে এনডিএর জোটসঙ্গী জেডিইউ এই বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না। তাঁদের দাবি, দলের সব নেতা বিহারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত।

তাৎপর্যপূর্ণভাবে পহেলগাঁওয়ের মতো ইস্যুতে সর্বদল বৈঠক, তাতে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিহারের মধুবনীতে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। এ নিয়েও প্রশ্ন উঠছে বিরোধী শিবিরে। কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ বলছেন, পহেলগাঁওয়ের মতো স্পর্শকাতর বিষয়ে বৈঠক। তাতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত ছিল।

উল্লেখ্য, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর আজ জম্মু ও কাশ্মীরেও সর্বদল বৈঠক ডেকেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বুধবার জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকেই সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও ইস্যুতে আজ সর্বদল বৈঠক কেন্দ্রের।
  • সন্ধে ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র।
  • ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Advertisement