shono
Advertisement

ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের দুই কর্তার উপর হামলার মিথ্যা অভিযোগ পাক সেনার

খোদ রাষ্ট্রসংঘই জানিয়ে দিল, ভারত কারও উপর হামলা করেনি৷
Posted: 09:35 AM May 25, 2017Updated: 04:05 AM May 25, 2017
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে একের পর মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান৷ ভারতের বিরুদ্ধে এবার রাষ্ট্রসংঘের দুই আধিকারিককে লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ চালানোর অভিযোগ তুলল পাক সেনার মিডিয়া শাখা৷ যদিও বৃহস্পতিবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাষ্ট্রসংঘেরই মুখপাত্র স্টিফেন দুজারিক৷

Advertisement

[ভারতে হামলার ‘নকল’ ভিডিও প্রকাশ পাকিস্তানের]

পাক সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (ISPR) বুধবার বিবৃতি দিয়ে জানায়, পাক অধিকৃত কাশ্মীরের ভীমবার জেলায় পাক সেনা যখন রাষ্ট্রসংঘের দুই আধিকারিককে নিয়ে যাচ্ছিল, তখনই অতর্কিতে হামলা চালায় ভারত৷ কিন্তু দুজারিক এদিন স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রসংঘের আধিকারিকদের উপর গুলিবর্ষণের কোনও প্রমাণ মেলেনি৷ কোনও আধিকারিক আহতও হননি৷

জানা গিয়েছে, পাক সেনার গাড়িতে করে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে সংঘর্ষবিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে কি না, দেখতে গিয়েছিলেন ফিলিপিন্সের মেজর ইমানুয়েল ও ক্রোয়েশিয়ার মেজর মিরকো৷ তাঁরা দু’জনেই ‘ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’ (UNMOGIP)-এর সদস্য৷ দুই অফিসারই নিরাপদে ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন৷

 

গত ১৭ মে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত৷ ১৯৭১-এ গঠিত UNMOGIP-র কাজ হল ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা৷ যদিও ভারতের দাবি, সিমলা চুক্তির পর UNMOGIP গুরুত্ব হারিয়েছে৷ ৩৮ জন মিলিটারি অবজারভার ও ৭৩ জন সিভিলিয়ান পার্সোনেল সহযোগে গঠিত ওই নজরদারি গোষ্ঠীটির শীর্ষে রয়েছেন সুইডেনের মেজর জেনারেল পার লডিন৷

[মেজর গগৈয়ের প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধান বিপিন রাওয়াত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement