shono
Advertisement

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান

জম্মু-কাশ্মীরে সোপোরেও কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ The post ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM Mar 21, 2019Updated: 07:41 PM Mar 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের ব্যবধানে আবারও নতুন করে উত্তপ্ত সীমান্তরেখা৷ আবারও ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের রাজৌরির সুন্দরবানি সেক্টর৷ পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায় এখনও পর্যন্ত এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন৷ এদিকে, সোপোরেও চলছে গুলির লড়াই৷ জঙ্গির গুলির পালটা জবাব দিতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান৷ স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন আহতরা৷

Advertisement

[ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ১ ভারতীয় সেনা]

বৃহস্পতিবার সকালে আচমকাই গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তরেখা৷ রাজৌরির সুন্দরবানি সেক্টরে এদিন গুলি এবং মর্টার হামলা চালাতে শুরু করে পাক বাহিনী। পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতেই শহিদ হন এক ভারতীয় জওয়ান৷ জানা গিয়েছে, নিহত যশ পাল মাত্র চব্বিশ বছর বয়সি৷ তিনি ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলম্যান হিসাবে কাজ করেন৷ এর আগে গত সোমবারও সীমান্তরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছিলেন, ওইদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতীয় বাহিনী পালটা জবাব দিলে ৭.১৫ নাগাদ শেষ হয় গোলাগুলি। তার আগে রবিবার সন্ধেতেও সীমান্তের ওপার থেকে গোলাগুলি চালানো হয়। সোমবারের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান শহিদ হয়েছিলেন৷ আরও তিনজন ভারতীয় সেনাও জখম হয়েছিলেন৷ তাঁরা এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান মুখে শান্তির বার্তা দিলেও, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ১১০বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী৷

[হোলিতে জনসংযোগে নজর, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের]

এদিকে, জম্মু-কাশ্মীরে সোপোরেও কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ তাতেই জখম হন স্টেশন হাউস অফিসার-সহ মোট তিনজন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এই ঘটনার পরেও ওই এলাকা জুড়ে জঙ্গিদমন অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা৷ আপাতত সোপোর, বারামুল্লা এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান৷

The post ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement