সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় রবিবার ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। এদিন পুঞ্চ জেলায় ব্যাপক মর্টার বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। ভারতীয় সেনাও ওই হামলার যোগ্য জবাব দেয়। তবে পাকিস্তানের এদিনের হামলায় ভারতীয় সেনাবাহিনীর কোনও সদস্যের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র এদিন বলেছেন, “আজ বেলা ১২টা নাগাদ পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে পাক সেনাবাহিনী বিনা প্ররোচনায় হামলা চালায়। ৮২ এমএম মর্টার ও অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।” সেনা সূত্রে আরও জানানো হয়েছে, জওয়ানরাও এই হামলার যোগ্য জবাব দিচ্ছেন। শেষ পাওয়া খবরে, এদিন বিকেল পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাগাতার বিনা প্ররোচনায় ভারতে হামলা চালানোর অভিযোগে পাক ডেপুটি হাই কমিশনারকে সমন পাঠিয়েছে নয়াদিল্লি। তাঁকে কড়া ভাষায় এই হামলার নিন্দা জানাবে ভারত।
The post ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাক রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির appeared first on Sangbad Pratidin.
