সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক একদিন পরেই কালো টাকা বিরোধী দিবস পালন করতে চলেছে মোদি সরকার৷ যে দুর্নীতি দমনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নোট বাতিলে তা পূরণ হয়েছে, এই তত্ত্ব প্রতিষ্ঠা করাই লক্ষ্য৷ এমন সময়েই সামনে এল বড়সড় আর্থিক কেলেঙ্কারি৷ বহু ভারতীয়র কর ফাঁকি দেওয়া ও হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলল প্যারাডাস পেপার্স লিকে৷ পানামার প্রায় ১৮ মাস পরে ফাঁস হওয়া এই নতুন আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল প্রায় ৭১৪ জন ভারতীয়র৷
[ নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইটার ‘ডিপি’ কালো করার ডাক মুখ্যমন্ত্রীর ]
প্রায় ৯৬টি সংবাদমাধ্যমের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের প্রচেষ্টায় জমা হয়েছে এই তথ্য৷ ‘ইন্ট্যারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ নামে এই সংস্থার উদ্যোগেই প্রায় ১৩.৪ মিলিয়ন নথি জমা পড়েছে৷ যেখান থেকে উঠে আসছে বিশ্বের তাবড় কেউকেটাদের নাম৷ করে বিপুল কারচুপির হদিশ মিলছে৷ হিসাব বহির্ভুত সম্পত্তির পরিমাণও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো৷ মোট ১৮০টি দেশের তথ্য উঠে এসেছে৷ যেখানে ভারতের স্থান ১৯ নম্বরে৷ এবং আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রায় ৭১৪ জন ভারতীয়র৷
ভারতীয়দের মধ্যে এই তালিকায় উঠে এসেছে সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা, অমিতাভ বচ্চন, নীরা রাডিয়া, জগন্মোহন রেড্ডি, বিজয় মালিয়া-সহ একাধিক কর্পোরেট ও ব্যবসায়ীর নাম৷ জড়িয়েছে রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার নামও৷ অসমারিক বিমান পরবিহণ দপ্তরের এই মন্ত্রীর সঙ্গে ওমিডিয়র নেটওয়ার্ক নামে এক সংস্থার যোগাযোগের কথা বলা হয়েছে৷ যেখানে আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পেয়েছেন সাংবাদিকরা৷ বিজেপির রাজ্যসভার সাংসদ আর কে সিনহারও নাম জড়িয়েছে এই আর্থিক কেলেঙ্কারিতে৷ অন্যদিকে বিশ্বে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রানি এলিজাবেথ-কেউই প্রায় বাদ যাননি৷ টুইটার ও ফেসবুকে রাশিয়ার সংস্থার বিনিয়োগ, ট্রাম্পের সঙ্গে রাশিয়ার চুক্তিতেও কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলা জানা যাচ্ছে৷
[ একধাক্কায় অনেকটাই বাড়ছে রেলের ভাড়া, মাথায় হাত মধ্যবিত্তের ]
দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়ে যখন মোদি সরকার নোট বাতিলকে কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করতে চলেছে, তখনই কেলেঙ্কারিতে রাষ্ট্রমন্ত্রীর নাম ও শাসকদলের সাংসদের নাম জড়ানো কেন্দ্রের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
The post পানামার পর প্যারাডাইস পেপার্স লিক, আর্থিক কেলেঙ্কারিতে নাম ৭১৪ ভারতীয়র appeared first on Sangbad Pratidin.