shono
Advertisement

নতুন সংসদ ভবনে বিজেপি সাংসদের ‘অশালীন’ মন্তব্য! খতিয়ে দেখবে সংসদের কমিটি

প্যানেল খতিয়ে দেখবে দানিশ আলির বিরুদ্ধে ওঠা অভিযোগও।
Posted: 08:40 PM Sep 28, 2023Updated: 08:40 PM Sep 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে কটু মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে ঘটনাটি তদন্তের জন্য পাঠানো হল প্রিভিলেজ কমিটিতে। তবে কেবল রমেশ নয়, প্যানেল খতিয়ে দেখবে দানিশ আলির বিরুদ্ধে ওঠা অভিযোগও।

Advertisement

চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে কটু মন্তব্য করেন রমেশ। অভিযোগ, তিনি নাকি আপত্তিকর ও সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করেছিলেন তিনি। বারবার থামতে বলা হলেও থামেননি। আর এর পরই বাঁধে বিতর্ক। এদিকে বিজেপির দানিশের বিরুদ্ধে অভিযোগ, বহুজন সমাজবাদী পার্টির সাংসদই প্রথমে প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে অপশব্দ বলেন। এবং তাঁর ‘প্ররোচনা’তেই বিধুরি মেজাজ হারান। এবার পুরো বিষয়টিই খতিয়ে দেখার দায়িত্ব পেল কমিটি।

[আরও পড়ুন: ‘নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি’, জনসভায় কংগ্রেসকে খোঁচা বিজেপি বিধায়কের]

এদিকে ইতিমধ্যেই আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে রমেশ বিধুরিকেই (Ramesh Bidhuri) গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বিজেপি। দলের নির্বাচন পর্যবেক্ষকের পদ পেয়েছেন তিনি। এটাকে ‘মেরুকরণের পুরস্কার’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। যে নেতাকে শোকজ করা হল, তাঁকে এর পরই এত বড় দায়িত্ব কেন দেওয়া হল, উঠছে সেই প্রশ্নও।

[আরও পড়ুন: Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গুর বলি আরও ১, হাসপাতালে ভরতির পরের দিনই মৃত্যু প্রৌঢ়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement