সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরম হোক বা হাড় কাঁপানো শীত, খালি পায়েই দিন কাটে অন্ধ্রপ্রদেশের পেডাপাডু গ্রামের বাসিন্দাদের। দু'দিনের সফরে এই গ্রামে গিয়ে সে দৃশ্য চাক্ষুষ করেছিলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী তথা জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। সেই মতো গ্রামের প্রতিটি মানুষকে জুতো উপহার দিয়ে গ্রামবাসীদের মন জিতে নিলেন মানবিক উপমুখ্যমন্ত্রী।
রাজ্যের গ্রামগুলির সমস্যার কথা জানতে সম্প্রতি দুদিনের সফরে আরাকু ও ডুমব্রিগুডা অঞ্চলে গিয়েছিলেন পবন। এই সফরে তিনি যান পেডাপাডু গ্রামে। সেখানে তিনি দেখেন, পাঙ্গি মিঠু নামে এক বরিষ্ঠ মহিলা নগ্ন পায়ে হাঁটছেন। পাশাপাশি গ্রামের আরও বহু মহিলা-পুরুষকে তিনি দেখেন তাঁদের পায়ে কোনও জুতো নেই। এই ঘটনা দাগ কাটে পবনের মনে। তখনই তিনি সিদ্ধান্ত নেন গ্রামের প্রতিটি মানুষকে জুতো উপহার দেওয়ার। গ্রামে কতজন মানুষের বাস, সে বিষয়ে বিস্তারিত জানার পর নিজের কার্যালয়ের আধিকারিকদের পবন নির্দেশ দেন সকলকে জুতো উপহার দেওয়ার ব্যবস্থা করার। সেইমতো গ্রামের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে জুতো উপহার দেন তিনি।
উপমুখ্যমন্ত্রীর কাছ থেকে জুতো উপহার পেয়ে যারপরনাই খুশি গ্রামবাসীরাও। তাঁকে ধন্যবাদ জানিয়ে এক গ্রামবাসী বলেন, "পবন স্যর আমাদের এখানে এসেছিলেন, তিনি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা বিশদে শুনেছেন। এর আগে কেউ এভাবে আমাদের মাঝে এসে আমাদের সমস্যার কথা শোনেননি। আমাদের গ্রামে আসা এবং আমাদের কষ্ট অনুভব করে এভাবে উপহার পাঠানোর জন্য মন থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই।''
উল্লেখ্য, পবন কল্যাণের এই সফরে আসার কথা ছিল গত ৯ এপ্রিল। যদিও সেদিন এক দুর্ঘটনার জেরে পিছিয়ে গিয়েছিল তাঁর সফর। জানা যায়, সিঙ্গাপুরের স্কুলে অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছিলেন তাঁর পুত্র। এমনকী হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল পবন পুত্রকে।
