shono
Advertisement

পেমেন্টস ব্যাঙ্ক চালু করল Paytm, মিলবে ক্যাশব্যাক অফার

গ্রাহকদের জন্য আছে আকর্ষণীয় অফারও। The post পেমেন্টস ব্যাঙ্ক চালু করল Paytm, মিলবে ক্যাশব্যাক অফার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:55 AM May 23, 2017Updated: 05:26 AM May 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা আগেই ছিল। অবশেষে পেমেন্টস ব্যাঙ্ক চালু করল ডিজিটাল ওয়ালেট পেটিএম। ভারতী এয়ারটেল ও ইন্ডিয়া পোস্টের পর দেশে এই নিয়ে তৃতীয় পেমেন্টস ব্যাঙ্ক চালু হল।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে পুরো প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগের ভাবনা আছে। সেই সঙ্গে গ্রাহকদের জন্য আছে আকর্ষণীয় অফারও।টাকা জমা দেওয়ার ক্ষেত্রে থাকছে ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া অনলাইন লেনদেন বাবদ কোনও চার্জ কাটা হবে না।

মালালার উপর হামলা ছিল ‘নাটক’, দাবি পাক নেত্রীর ]

One97 Communications Pvt Ltd –এর ভাইস প্রেসিডেন্ট রেণু সেট্টি এই ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রায় দশ বছর এই সংস্থায় কর্মরত তিনি। পেটিএম ওয়ালেটের তুমুল জনপ্রিয়তার পর এবার পেমেন্টস ব্যাঙ্ককে মানুষের সামনে নিয়ে আসাই তাঁর কাজ। আর তা করতে শুরুতেই বেশ কিছু চমকদার অফারের পরিকল্পনা নিয়েছেন তিনি। ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক টাকা তোলার ক্ষেত্রে বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করেছে। তা নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষও আছে। এমনকী এই চার্জ মকুবের জন্য অনলাইনে পিটিশনও জমা পড়েছে। তাই আগেভাগেই অনলাইন লেনদেনে চার্জ তুলে দিয়ে গ্রাহকদের বোঝা অনেকখানি হালকা করে দিতে চলেছে এই ব্যাঙ্ক।

পপ তারকার কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ১৯  ]

সংস্থার প্রতিষ্ঠাতা সিইও বিজয় শেখর জানিয়েছেন, পেমেন্ট অ্যাপের সমস্ত অ্যাকটিভ ওয়ালেট অ্যাকাউন্টকে পেমেন্ট ব্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হবে। ২০১৫ তেই পেমেন্টস ব্যাঙ্ক খোলার ছাড়পত্র মিলেছিল। ইতিমধ্যে ভারতী এয়ারটেল ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক যৌথ প্রয়াস হিসেবে এই পরিষেবা চালু করেছে। এবার চালু করল পেটিএমও। পেমেন্টস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ মিলবে বলেও জানা যাচ্ছে।

The post পেমেন্টস ব্যাঙ্ক চালু করল Paytm, মিলবে ক্যাশব্যাক অফার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার