shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

সিঁদুর মোছার বদলা! কাশ্মীরে খতম পহেলগাঁও হামলার মূলচক্রী সুলেমান-সহ ৩, চলছে 'অপারেশন মহাদেব'

জানা যাচ্ছে, মৃত এই তিন জঙ্গি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল।
Published By: Amit Kumar DasPosted: 01:34 PM Jul 28, 2025Updated: 04:09 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতীয় সেনার। 'অপারেশন মহাদেব' অভিযানে জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে খতম ৩ জঙ্গি। সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী। পাক মদতপুষ্ট জেহাদি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য মুসা। পাক সেনাতে হাশিম মুসা নামে কাজ করত ওই জঙ্গি।     

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনার চিনার কোর। অভিযানের নাম ছিল 'অপারেশন মহাদেব'। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গি। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দুইপক্ষের গুলির লড়াই চলার পর তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান মুসা ও তার দুই সঙ্গী আবু হামজা এবং ইয়াসির। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর-ই-তইবার সদস্য। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসে তিন পাক জঙ্গি যুক্ত ছিল বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। ঘটনার তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জানানো হয়েছে, এই হামলায় যুক্ত ৩ লস্কর জঙ্গি যারা পাক নাগরিক। যদিও তদন্তকারী সংস্থা এখনও তাদের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে সোমবার পহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনার জন্য ১৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরইমাঝে জম্মু ও কাশ্মীরে এই অপারেশন বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতীয় সেনার।
  • 'অপারেশন মহাদেব' অভিযানে জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু হয় ৩ জঙ্গির।
  • অনুমান করা হচ্ছে, মৃত এই তিন জঙ্গি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল।
Advertisement