shono
Advertisement

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর হেলিপ্যাড, এয়ারপোর্টও গড়ছে চিন! বিস্ফোরক রিপোর্ট পেন্টাগনের

পেন্টাগনের রিপোর্ট উদ্বেগ বাড়াবে নয়াদিল্লির।
Posted: 10:15 AM Oct 22, 2023Updated: 10:15 AM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের শক্তি বাড়িয়েই চলেছে চিন। লাদাখ সীমান্তে হেলিপ্যাড, নতুন রাস্তা, গোপন সুড়ঙ্গ এমনকী ছোট এয়ারস্ট্রিপ পর্যন্ত তৈরির কাজ শুরু করেছে জিনপিং প্রশাসন। এমনটাই দাবি পেন্টাগনের (Pentagon)। যা রীতিমতো উদ্বেগ বাড়াবে নয়াদিল্লির।

Advertisement

পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, ২০২২-এ গালওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের পর থেকেই চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিকাঠামো গড়তে সক্রিয়। ওই সংঘর্ষের পর দুই দেশ আলোচনার টেবিলে বসেছে ঠিকই। কিন্তু চিন ভারতীয় সীমান্তে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রক্রিয়া থামায়নি। বেশ কয়েক দফা শান্তি বৈঠক হলেও সেই বৈঠকের কোনও প্রভাব চিনা সেনা সমাবেশে পড়েনি বলেই জানাচ্ছে পেন্টাগন।

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

ওই রিপোর্ট অনুযায়ী, লাদাখ (Ladakh) সীমান্তে চিন স্থায়ী সুড়ঙ্গ, নতুন রাস্তা, প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এয়ারপোর্ট এবং হেলিপ্যাড তৈরির কাজ চালাচ্ছে। চিনের ওয়েস্টার্ন কম্যান্ড থিয়েটারের প্রচুর সেনা ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। শুধু লাদাখ নয়, ডোকলামেও একই রকম সেনা মোতায়েন করেছে চিন। এমনকী ভারতীয় ভুখণ্ডে চিন যে গ্রাম বানিয়ে ফেলেছে, সেটাও উল্লেখ করা হয়েহে পেন্টাগনের রিপোর্টে। তবে পেন্টাগনের রিপোর্টে ওই এলাকাকে ‘বিতর্কিত ভুখণ্ড’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]

পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চিন ভারতীয় সীমান্তে রীতিমতো যুদ্ধপ্রস্তুতি শুরু করে দিয়েছে। যা নয়াদিল্লির জন্য উদ্বেগজনক। তবে নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement