প্রতিবাদ-বিক্ষোভই সার, অব্যাহাত জ্বালানির মূল্যবৃ্দ্ধি, কলকাতায় Petrol Price ১০২ টাকা পার

09:48 AM Jul 17, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি। শনিবার কলকাতায় (Kolkata) এক লিটার পেট্রলের দাম ছাড়াল ১০২ টাকার গণ্ডি। বাড়ল ডিজেলের দামও। চলতি মাসে এই নিয়ে ১০বার বাড়ল পেট্রলের দাম। লাগামছাড়া জ্বালানি মূল্যে মাথায় হাত মধ্যবিত্তের।

Advertisement

কলকাতায় আজ এক লিটার পেট্রলের মূল্য (Petrol Price) ৩৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ৮ পয়সায়। অন্যদিকে ২১ পয়সা বাড়ল ডিজেল। এক লিটার ডিজেল কিনতে শহরবাসীর খরচ ৯৩.০২ টাকা। প্রায় দু’বছর ধরে করোনা ভাইরাসের (Corona virus) দাপটে কাবু দেশ। অতিমারীর প্রভাবে কর্মহারা বহু মানুষ। ফলে পেটে টান পড়ার জোগাড়। তারই মাঝে উত্তরোত্তর জ্বালানির মূল্যবৃদ্ধিতে দিশেহারা আমজনতা। তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খুচরো বাজারেও। বিভিন্ন পণ্য কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগছে গৃহস্থের। ইতিমধ্যেই জ্বালানি মূল্য কমানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে আন্দোলনেও নেমেছে কংগ্রেস, তৃণমূল। কিন্তু তাতেও ইতিবাচক ফল মেলেনি। ড্যামেজ কন্ট্রোলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীও বদল করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পরিবর্তে বসানো হল হরদীপ সিং পুরীকে। কিন্তু ‘আচ্ছে দিনে’র দেখা মিলছে না।

[আরও পড়ুন: ‘নেশামুক্ত’ বিহারে বিষমদ খেয়ে মৃত ১৬, ফের কাঠগড়ায় নীতিশ সরকার]

শুধুই কলকাতা নয়। দেশের একাধিক শহরের ছবিটা একইরকম। মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ওড়িশা ও বিহার অনেক আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রলের দাম। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রল মিলছে ৯৭.৯৩ টাকায়।

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘আগামী ১২৫ দিন খুব সাবধান’, Corona পরিস্থিতি নিয়ে সতর্ক করল কেন্দ্র]

Advertisement
Next