মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারকে নিয়ে ভেঙে পড়ল চ্যাটার্ড বিমান। সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের বারামরিতে। জানা যাচ্ছে, জরুরি অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনা সময় বিমানে অজিত পওয়ার, তাঁর দুই সঙ্গী ও ২ জন ক্রু অর্থাৎ মোট ৫ জন সওয়ার ছিলেন। দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাতে আগুন ধরে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারীদল। তবে বিমানের যাত্রীদের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেই জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তাঁর। সেই সভায় যোগ দিতেই এদিন সকালে মুম্বই থেকে চ্যাটার্ড বিমানে বারামতি আসছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, পথে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বিমান। যদিও এই দুর্ঘটনা কারণ এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন। সূত্রের খবর, দুর্ঘটনাস্থল থেকে অজিত ও বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বিমানে থাকা ৬ জনের মধ্যে ৫ যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে মহারাষ্ট্রে। কেন ও কীভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই দুর্ঘটনা নতুন করে উসকে দিয়েছে ২০২৫ সালে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ায় দুর্ঘটনার স্মৃতি। সেই দুর্ঘটনায় বিমানে থাকা ১২ জন ক্রু সদস্য এবং ২৩০ জন যাত্রীর মধ্যে মাত্র ১ জন জীবিত ছিলেন। মৃতদের তালিকায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর পাশাপাশি জনবহুল স্থানে বিমানটি আছড়ে পড়ায় আরও ১৯ জনের মৃত্যু হয়। মর্মান্তিক সেই দুর্ঘটনার ছবি এবার ফিরল বারামরিতে।
উল্লেখ্য, মহারাষ্ট্র রাজনীতিতে অন্যতম নাম অজিত পওয়ার। ৬ বারের উপমুখ্যমন্ত্রী তিনি। এই বারামতি থেকেই ৭বার বিধায়ক ও একবার সাংসদ হয়েছেন তিনি। ২০২৩ সালে কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। একনাথ শিন্ডের শিবসেনা এবং বিজেপির জোট সরকারের শরিক হয়ে উপমুখ্যমন্ত্রী হন। ভেঙে তছনছ হয়ে যায় এনসিপি। তবে সাম্প্রতিক সময়ে ফের কাছাকাছি আসছিলেন কাকা-ভাইপো। জল্পনা শুরু হয়েছিল এবার হয়ত এক হয়ে যাবে এনসিপি। তবে সে সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অজিতের।
