সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে একটি মাত্র শো করতে এসে পাঁচটি অনুষ্ঠান সেরে ভারত ছাড়লো ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'। রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অন্তিম শো করে বিশ্ববিখ্যাত এই গানের দল। সেই অনুষ্ঠানে দর্শকের উন্মাদনার ছবি দেখে অভিনব প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতে 'কনসার্ট ইকোনমি'র ব্যাপক সম্ভাবনা রয়েছে। বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্যগুলি 'কনসার্ট ইকোনমি'র জন্য পরিকাঠামো গড়ে তুলুক। যাতে করে উপকৃত রাজ্য এবং দেশের অর্থনীতি।
ভুবনেশ্বরে 'উৎকর্ষ ওড়িশা' অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, "আপনারা নিশ্চয়ই দেখেছেন মুম্বই এবং আহমেদাবাদে 'কোল্ডপ্লে'র অনুষ্ঠানের দুর্দান্ত ছবি। এটা প্রমাণ করে যে ভারতে লাইভ কনসার্টের ব্যাপক জনপ্রিয়তা। বিশ্বখ্যাত তারকা শিল্পীরা ভারতের অনুষ্ঠান করার বিষয়ে আগ্রহী।" এখানেই না থেমে প্রধানমন্ত্রী বলেন, "আজ 'কনসার্ট ইকোনমি'র ক্ষেত্র ভারতে ক্রমবর্ধমান। এই দেশে সঙ্গীত, নৃত্যকলার বিশাল উত্তরাধিকার রয়েছে। ভারত কনসার্টের একটি বিশাল ভোক্তা। এখানে 'কনসার্ট ইকোনমি'র বিরাট সম্ভাবনা আছে।"
উল্লেখ্য, কোল্ডপ্লে-র ওয়ার্লড ট্যুরে ভারতে একটিমাত্র অনুষ্ঠান করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড। সবকটি অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়। এমনকী টিকিটের কালো বাজারির অভিযোগ ওঠে। ‘কোল্ডপ্লে’-র মূল শিল্পী ক্রিস মার্টিন মুগ্ধ করেন তাঁর ব্যবহারে। এমনকী অনুষ্ঠানের মাঝে তিনি হিন্দি, মারাঠি এবং গুজরাটি ভাষায় কথা বলেন। রবিবার আহমেদাবাদে কোল্ডপ্লে-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার জসপ্রিত বুমরা, বলি তারকা শাহরুখ খান। এই জনপ্রিয়তা দেখেই 'কনসার্ট ইকোনমি'র কথা বললেন মোদি।
