shono
Advertisement

জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করতে হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী

দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন মোদি।
Posted: 12:29 PM Nov 12, 2023Updated: 12:29 PM Nov 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করতে চিনা সীমান্তের একেবারে কাছে প্রত্যন্ত এই গ্রামে গিয়েছেন তিনি। প্রতিবারই জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Advertisement

নিজের এক্স হ্যান্ডলে ছবিগুলি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লিখেছেন, ‘হিমাচল প্রদেশে লেপচায় পৌঁছেছি আমাদের বাহাদুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে দিওয়ালি পালন করতে।’

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

এর আগে রবিবার সকালেই দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।’

গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার আগে ২০২১ সালের দিওয়ালিতে তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে। ২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে উৎসব পালন করতে দেখা গিয়েছিল মোদিকে। এবার তিনি হিমাচলে। সেনার সঙ্গে দীপাবলি পালন করার সময় মোদিকে দেখা যায় সেনারই পোশাক পরতে। এবারও তাঁর পরনে রয়েছে সেনার জলপাই রঙের উর্দি।

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement