সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গেই তিনি যাবেন নাইজিরিয়া ও গায়ানাতেও। আগামী ১৮-১৯ নভেম্বর ওই সম্মেলন হওয়ার কথা। তার আগে আফ্রিকার দেশ নাইজিরিয়ায় যাওয়ার কথা তাঁর। ওদিকে সম্মেলন শেষে দেশে ফেরার আগে দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন মোদি।
জানা গিয়েছে, নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনাবুর আমন্ত্রণে নাইজিরিয়া যাবেন মোদি। ১৭ বছর পর ভারতের কোনও রাষ্ট্রনেতা সেদেশে পা রাখবেন। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন মোদি। বৈঠক করবেন নাইজিরীয় প্রেসিডেন্টের সঙ্গে। আর এর পরই ১৮ ও ১৯ নভেম্বর জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় আয়োজিত হবে ওই সম্মেলন। সম্মেলনের পাশাপাশি বহু রাষ্ট্রনেতার সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে তিনি পাড়ি দেবেন গায়ানা। ১৯ থেকে ২১ নভেম্বর সেখানেই থাকবেন মোদি। সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণেই সেখানে যাবেন তিনি। ১৯৬৮ সালের পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গায়ানায় যাননি। মোদি সেখানকার সংসদে ভাষণ দেওয়ার পাশাপাশি সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
গত বছর দিল্লিতে আয়োজিত হয় জি২০ শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনের শেষে ভারত মণ্ডপমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী মোদি আগামী জি-২০ অধিবেশনের সভাপতিত্ব তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভার হাতে। এবার সেই সম্মেলনে যোগ দেবেন তিনি।