নন্দিতা রায়, নয়াদিল্লি: আশা, উন্নতি এবং ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত। ৩৭০ ধারা (Article 370) বিলোপের সাংবিধানিক বৈধতা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে এভাবেই স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে তাঁর বার্তা, কাশ্মীর ও লাদাখের জন্য যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে। সুফল পাবেন ৩৭০ ধারায় বঞ্চিত আমজনতাও। উল্লেখ্য সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়।
[আরও পড়ুন: সংসদ থেকে বহিষ্কার কাণ্ড: সুপ্রিম কোর্টে মামলা দায়ের মহুয়ার]
সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। টুইট করে বলেন, “২০১৯ সালের ৫ অক্টোবর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই উপত্যকায় শান্তি ফিরেছে। পর্যটন-সহ নানা ক্ষেত্রে উন্নতির ফলে আমজনতার আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে।” রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও।